ফাইল ছবি
ইরাকের পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত মানুষ হতাহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই অঞ্চলের গভর্নর।
যদিও আগুনের ঘটনাটি ইরাকের ঠিক কোন স্থানে ঘটেছে, তা সরকারি সূত্রে এখনো পরিষ্কারভাবে জানানো হয়নি।
তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্ট ও ভিডিওতে দাবি করা হয়েছে, এই ভয়াবহ আগুন লেগেছে আল-কুট শহরের একটি সুপার মার্কেটে।
ভাইরাল ভিডিওগুলোতে দেখা গেছে, একটি বড় ভবনের বেশ কিছু অংশ দাউদাউ করে জ্বলছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ এখনও তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
ইরাকের পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত মানুষ হতাহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই অঞ্চলের গভর্নর।যদিও আগুনের ঘটনাটি ইরাকের ঠিক কোন স্থানে ঘটেছে, তা সরকারি সূত্রে এখনো পরিষ্কারভাবে জানানো হয়নি।তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্ট ও ভিডিওতে দাবি করা হয়েছে, এই ভয়াবহ আগুন লেগেছে আল-কুট শহরের একটি সুপার মার্কেটে।ভাইরাল ভিডিওগুলোতে দেখা গেছে, একটি বড় ভবনের বেশ কিছু অংশ দাউদাউ করে জ্বলছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ এখনও তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ভোরের আকাশ/এসএইচ
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৩। তীব্র এ ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা। তথ্যটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।বার্তাসংস্থাটি বলছে, ভূমিকম্পটি স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে এবং এর গভীরতা ছিল ২০.১ কিলোমিটার।ভূমিকম্পের পরপরই আলাস্কার দক্ষিণাঞ্চল ও আলাস্কা উপদ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। আলাস্কার পালমারে অবস্থিত জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, সুনামির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং কিছু প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।সতর্কবার্তায় বলা হয়, আলাস্কার কেনেডি এন্ট্রান্স (হোমার শহর থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে) থেকে শুরু করে ইউনিম্যাক পাস (উনালাস্কার ৮০ মাইল উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই সতর্কতা কার্যকর থাকবে।এর আগে, ১৯৬৪ সালের মার্চে আলাস্কায় ৯.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যা উত্তর আমেরিকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে নথিভুক্ত। সেই ভূমিকম্পে অ্যানকোরেজ শহর প্রায় ধ্বংস হয়ে যায় এবং এক বিশাল সুনামি আলাস্কা উপসাগর, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল এবং হাওয়াই দ্বীপপুঞ্জে আঘাত হানে। প্রাণ হারান ২৫০ জনের বেশি মানুষ।সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ২০২৩ সালের জুলাই মাসে আলাস্কার উপদ্বীপে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল, তবে তখন তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, এবারের ভূমিকম্পের কারণে সুনামির আশঙ্কা দেখা দেওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।ভোরের আকাশ/এসএইচ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান নতুন রাজনৈতিক দল খুলেছেন। তার দলের নাম পাকিস্তান রিপাবলিক পার্টি। গত মঙ্গলবার পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন দলের নাম ঘোষণা করেছেন রেহাম। তিনি বলেছেন, তার রাজনৈতিক দলের লক্ষ্য হলো পাকিস্তানের পার্লামেন্টে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা।বিবিসির সাবেক সাংবাদিককে রেহাম আরও বলেন, পাকিস্তানের নারী ও কৃষকদের উপকারে আসে এমন সব রাষ্ট্রীয় সংস্কারের দাবি নিয়ে এগোবে পাকিস্তান রিপাবলিক পার্টি। সাধারণ জনগণ প্রতিদিন যে বাস্তবতার মুখোমুখী হন পাকিস্তানের সরকারের নীতিতে তার প্রতিফলন থাকা জরুরি বলেও মনে করেন রেহাম ।‘পুরো পাকিস্তান আমার সংবিধান; আর আমাদের এই নতুন দলের লক্ষ্য কেবল রাজনৈতিক স্বার্থ হাসিল নয়, বরং পাকিস্তানের শান্তি ও মর্যাদা ফিরিয়ে আনা এবং জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।সংবাদ সম্মেলনে কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় জনগণকে তার দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন রেহাম।তিনি বলেছেন, ‘এই রাজনৈতিক দল আপনাদের। দলের ওয়ার্কিং গ্রুপগুলোতে যোগ দিন। আসুন আমরা পাকিস্তান রিপাবলিকান পার্টির পতাকাতলে সমবেত হই এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা সাজাই।’রেহাম খানের পুরো নাম রেহাম নেয়ার খান। ১৯৭৩ সালে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার বাফা শহরে জন্ম তার। তাদের পরিবার পশতুনভাষী পাঠান জাতিগোষ্ঠীর অন্তর্গত। রেহামের বাবা নেয়ার রমজান খান পেশায় একজন চিকিৎসক এবং তার চাচা আবদুল হাকিম খান খাইবার পাখতুনখোয়ার সাবেক গভর্নর ও রাজ্যের হাইকোর্টের সাবেক বিচারক ছিলেন। ১৯৯২ সালে ১৯ বছর বয়সে নিজের চাচাত ভাই ইজাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রেহাম। কয়েক বছর পরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এই দম্পতির তিন সন্তান আছে এবং তারা সবাই রেহামের সঙ্গে থাকেন।বিচ্ছেদের পর সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন রেহাম। এর মধ্যেই পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা হয় এবং ২০১৫ সালের জানুয়ারিতে তারা বিয়ে করেন। কিন্তু দশ মাসের বেশি সেই বিয়ে টেকেনি। পরে ২০২২ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি অভিনেতা মির্জা বিলালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রেহাম।ভোরের আকাশ/এসএইচ
গাজা ও সিরিয়ায় একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় গাজায় কমপক্ষে ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ ৩০ জন মানুষও রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।এই সময়ে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্ক ও সুয়েইদা শহরে বিমান হামলা চালায়। লক্ষ্য ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকা। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরির ইসরায়েলি চক্রান্ত বলে নিন্দা জানিয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫৮ হাজার ৫৭৩ জন নিহত ও ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জন আহত হয়েছেন।অন্যদিকে, ইসরায়েল দাবি করছে, হামাসের ওই হামলায় তাদের ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি নাগরিককে অপহরণ করা হয়। গাজার দক্ষিণে খান ইউনিসে নিহতদের নিয়ে শোকাহত স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে নাসের হাসপাতালের পরিবেশ। আহত ও নিহতদের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মাধ্যমে।ভোরের আকাশ/এসএইচ