× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ০২:০০ এএম

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

সদ্য বদলির আদেশ পাওয়া ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানের ফেসবুক পোস্ট ঘিরে চলছে আলোচনা ও সমালোচনা। ফেসবুকে ওসি লিখেছেন, ‘মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই, উপকার আমারই হবে। প্রতিটি গল্পই এক একটা সাক্ষী। বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’

রোববার সকালে নিজের ফেসবুক আইডিতে ওসি শহিদুর রহমান লেখেন- ‘মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই, উপকার আমারই হবে। প্রতিটি গল্পই এক একটা সাক্ষী। বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’ এই ব্যতিক্রমী মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তোলে। অনেকেই পোস্টটিকে তাঁর বদলির পরিপ্রেক্ষিতে দেয়া প্রতিক্রিয়া বলে মনে করছেন।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, শনিবার রাত ৮টার দিকে ওসি শহিদুর রহমানকে সদর থানা থেকে তাৎক্ষণিকভাবে বদলি করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পালকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যায়, শহিদুর রহমান মাত্র ছয় মাস আট দিন আগে ঠাকুরগাঁও সদর থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন।

এর আগে, গত ২ এপ্রিল ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনে সাংবাদিকরা ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে মামলার তদন্তে অনিয়ম, দুর্নীতি ও পক্ষপাতিত্বসহ বিভিন্ন অভিযোগ তোলেন।

ওই সময় মির্জা ফখরুল বলেন, ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে আগে কোনো নির্দিষ্ট অভিযোগ ছিল না। আজ আপনারা অভিযোগ তুলেছেন, বিষয়টি আমি খতিয়ে দেখব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

বদলি ও ফেসবুক স্ট্যাটাস নিয়ে বক্তব্য জানতে ওসি শহিদুর রহমানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ভোরের আকাশ/এসএইচ
 

  • শেয়ার করুন-
 ৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি

৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি

সংশ্লিষ্ট

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড