নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫ ০৭:৫৮ পিএম
সংকটের সমাধান আসবে জিয়া পরিবারের হাত ধরে-আমানউল্লাহ আমান
দেশের বিদ্যমান সংকটের সমাধান আসবে জিয়া পরিবারের হাত ধরে। এর বাইরে কোন কিছু চিন্তার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।
ঢাকা জেলা কেরানীগঞ্জ মডেল উপজেলার তেঁতুলঝারা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার সকালে তেঁতুলঝোরা ইউনিয়ন বিএনপির আয়োজনে পুর্বহাটি ঈদগা মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমানউল্লাহ আমান বলেন, দেশের যে কোন সংকটকালে দেশ রক্ষায় সব সময় এগিয়ে এসেছেন জিয়া পরিবার। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এমন কোন অধ্যায় নেই, যেখানে দেশের পক্ষে জিয়া পরিবার ভূমিকা রাখেননি। বর্তমানে দেশে যে সংকট চলছে তার সমাধানও আসবে জিয়া পরিবারের হাত ধরে।
আমানউল্লাহ আমান আরো বলেন, স্বাধীনতার সময় দেশ যখন সংকটকাল অতিক্রম করছেন, তখন কালুরঘাট বেতার কেন্দ্রে মেজর জিয়া বললেন, আমি স্বাধীনতা ঘোষণা করলাম। তারপরে সেনাবাহিনী, বিডিয়ার, পুলিশসহ বাংলার দামাল ছেলে-মেয়েরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরলো। তারমানে এই জনগণের পাশে তখনও দাড়ালো জিয়া পরিবারের প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তিনি বলেন, দেশে গুম, খুন, অত্যাচার, হামলা-মামলা শুরু হয়েছিলো সেই আওয়ামী শাসন ৭২ থেকে ৭৫ পর্যন্ত। এর পরবর্তীতে সেনাবাহিনী সিপাহী জনতার শান্তীপূর্ণ বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতা আসলেন। এরপর আপনারা সবই জানেন, স্বৈরাচার এরশাদ জোর করে ক্ষমতা দখল করল। এরশাদ ক্ষমতা দখল করার পর তখনও জিয়া পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়া রাস্তায় দাঁড়িয়েছেন, মাঠে নেমে আসলেন।
আমানউল্লাহ বলেন, সেই ৯০ সালে বেঈমানী করেছিল স্বৈরাচার শেখ হাসিনা। কিন্তু বেগম খালেদা জিয়া আপষহীনভাবে নেতৃত্ব দিয়েছেন। ৯১ তে ক্ষমতায় আসলেন বেগম খালেদা জিয়া। এভাবেই দেশের যে কোন সংকটে এগিয়ে আসেন জিয়া পরিবার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ এর এমপি ব্যারিষ্টার ইরফান ইবনে আমান, আলহাজ কফিল উদ্দিন, জামালউদ্দিন সরকার। সভাপতিত্ব করেন হাজী মো: মহিউদ্দিন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
ভোরের আকাশ/জাআ