কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১১:৪৪ এএম
ছবি : ভোরের আকাশ
কক্সবাজারের উখিয়ার ইনানী চেংছড়ি সমুদ্রসৈকত এলাকায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে।
বুধবার (৬ আগস্ট) সকালে স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি ইনানী পুলিশ ফাঁড়িকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন৷
স্থানীয়রা জানান, একটি মরদেহ ভেসে আসতে দেখে লোকজন সাগরপাড়ে যায়। কিন্তু তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, সমুদ্র সৈকতে গোসলে নেমে তিনি নিখোঁজ হয়েছেন, অথবা অন্যকোন দুর্ঘটনায় সমুদ্রে তলিয়ে গেছেন।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই দুর্জয় সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।
ভোরের আকাশ/মো.আ.