ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১২:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মিটার স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির একজন পল্লী বিদ্যুৎ কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বিদ্যুৎ কর্মী মো. আলাউদ্দিনের (৪৫) গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।
বুধবার (৬ আগস্ট) উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তিনি আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে সিনিয়র লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে রামধননগর এলাকায় একটি মিটারের বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন আলাউদ্দিন। কাজ করার একপর্যায়ে তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, "মিটার স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন পল্লী বিদ্যুৎ কর্মী মারা গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
ভোরের আকাশ/মো. আ.