মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫ ১২:৩৪ পিএম
মানিকগঞ্জের সাটুরিয়ায় ছাদে গাঁজার গাছ রোপণ
মানিকগঞ্জের সাটুরিয়ায় টয়লেটের ছাদে গাঁজার গাছ রোপণ করে চাষ করছিলেন এক যুবক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার রাত ৯টার দিকে সাটুরিয়ার সাইজাল বরুন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তার নাম মো. ফয়সাল মিয়া ওরফে বিজয় (৩২)। তিনি ওই এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে।
ডিবি পুলিশ জানায়, ফয়সাল তাঁর বসতঘরের পাশের পাকা টয়লেটের ছাদের ওপর চারটি গাঁজার গাছ রোপণ করেছিলেন। এসআই মো. আবুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে গাছগুলো জব্দ করে।
জব্দ করা গাঁজার গাছগুলোর বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ফয়সাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
ভোরের আকাশ/আজাসা