বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারী ২০২৬ ০৫:৩৯ এএম
ছবি: ভোরের আকাশ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক ভোরের আকাশের সম্পাদক ওবায়দুর রহমান শাহীন বলেন, "বাংলাদেশ ঐতিহ্যে ভরপুর এবং বগুড়া সেই ঐতিহ্যের রাজধানী। সেই ঐতিহ্যের পথ ধরে আমরা ভবিষ্যতের পথ খুঁজে নিবো। বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় সবার প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। বগুড়ার ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যে “বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।"
শুক্রবার (২ জানুয়ারি) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (অডিটোরিয়াম) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, বিশেষ অতিথি ড. এ. কে. এম ওলি উল্যা, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহা: হাছানাত আলী, ভিসি নওগাঁ বিশ্ববিদ্যালয় ও আহবায়ক, সম্মেলন আয়োজক কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার তার বক্তব্যের শুরুতে ৭১ এর মুক্তিযোদ্ধা এবং জুলাই-যোদ্ধাদের স্বরণ করে বলেন, “আজকের আয়োজন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইতিহাসের দিক থেকে বগুড়া অনেক বড় ধরনের নজরের দাবী রাখে। আমাদের নিজস্ব ইতিহাস পুনরুত্থান করার ক্ষেত্রে বগুড়ার বিশেষ ভূমিকা রয়েছে। এখানকার ইতিহাসের স্মৃতি আমি সাথে নিয়ে যাবো। যত বেশি এই ধরনের আঞ্চলিক ইতিহাস চর্চা হবে তত বেশি তরুণরা আমাদের অতীতের বৃহত্তর পরিচয় জানতে পারবে।”

এরপর বিশেষ অতিথি ড. এ.কে.এম অলি উল্যা তার বক্তব্যে বলেন, “বগুড়া কেবল একটি জেলা নয়, এটি হাজার বছরের ইতিহাস ও সভ্যতার সাক্ষী। মহাস্থানগড়সহ এ অঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন বাংলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের গুরুত্বপূর্ণ দলিল। এসব ঐতিহাসিক সম্পদের সঠিক সংরক্ষণ ও গবেষণা না হলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের শিকড় সম্পর্কে জানার সুযোগ হারাবে।”

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, ইতিহাসবিদ ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করছেন। সম্মেলনে বিভিন্ন অধিবেশনে বগুড়ার ইতিহাস, সংস্কৃতি, প্রত্নতত্ত্ব ও ঐতিহ্য নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হবে। পাশাপাশি ইতিহাস চর্চা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে মতবিনিময় করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির বগুড়া জেলা সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া পৌরসভার সাবেক মেয়র এডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমসহ অন্যানরা।
বক্তারা বলেন, প্রাচীন সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ বগুড়া ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে সমৃদ্ধ। মহাস্থানগড়সহ এ অঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন শুধু দেশের জন্য নয়, আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এসব ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরা জরুরি।
আয়োজকরা জানান, এই সম্মেলনের মাধ্যমে বগুড়ার ঐতিহাসিক গুরুত্ব নতুনভাবে মূল্যায়িত হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও পর্যটন বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/এসএইচ