পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৫ ১০:১৭ এএম
পিরোজপুর জেলা যুবদলের পুর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা
পিরোজপুর জেলা যুবদলের পুর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ শে জুন) সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ৫১ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত কেন্দ্রীয় দপ্তর সেল তেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত পুর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে আহবায়ক (ভারপ্রাপ্ত) হিসেবে কামরুজ্জামান তুষার এবং সদস্য সচিব হিসেবে এমদাদুল হক মাসুদই রয়েছেন। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহবায়কের পদ দেওয়া হয়েছে। বাকী অন্য সকলকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
এর আগে ২০২৩ সালের ৫ সেস্টেম্বর মারুফ হাসানকে আহবায়ক ও এমদাদুল হক মাসুদ সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করে তৎকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটি। পরবর্তীতে জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে দলীয় শৃংখলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে জেলা আহবায়ক কমিটির আহবায়ক মারুফ হাসান এবং যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান রুবেল এবং রিয়াজ সিকদারকে সংগঠন থেকে বহিস্কার করে কেন্দ্রীয় কমিটি। পরে সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান তুষারকে আহবায়ক (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব দেওয়া হয়।
ভোরের আকাশ/জাআ