× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুরে কলেজ ছাত্রদলের কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ মে ২০২৫ ০৪:২৯ এএম

পিরোজপুরে কলেজ ছাত্রদলের কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন

পিরোজপুরে কলেজ ছাত্রদলের কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন

পিরোজপুরে নব ঘোষিত সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কমিটিকে বিতর্কিত ও পকেট কমিটি বলে অভিহিত করে সংবাদ সম্মেলন করেছেন কলেজ শাখা ছাত্রদলের পদবঞ্চিতরা।  

মঙ্গলবার (২৭ মে) দুপুরে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান।

লিখিত বক্তব্য তিনি জানান, গত ১২ মে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের ছাত্র রাফি শিকদার মুন্নাকে সভাপতি ও আবু বকর ছিদ্দিক রনিকে সাধারণ সম্পাদক করে ৬৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।  বিতর্কিত এবং ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ও বিবাহিতদের দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।  লিখিত অভিযোগে দাবি করা হয়, কমিটির সভাপতি রাফি শিকদার মুন্না আওয়ামীলীগের সুবিধাভোগী এবং গত ৭ আগষ্ট মুন্না জেলা ছাত্রলীগের ও কলেজ ছাত্রলীগের নেতাদের পালাতে সাহায্যে করেছিল।  এছাড়া কলেজ কমিটির সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক রনি দীর্ঘদিন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম টিটুর সাথে থেকে রাজনীতি করেছে।  

এছাড়াও কমিটির প্রায় ৮ জন পদ প্রাপ্তদের বিরুদ্ধে ছাত্রলীগের রাজনীতি ও বিবাহিত হবার অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্য আরো জানানো হয়, জেলা ছাত্রদলের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টাকার বিনিময়ে এই বির্তকিতদের দিয়ে কমিটি দিয়েছে।  তারা বারবার অভিযোগ দিলেও বিগত দিনে হামলা-মামলার শিকার ও ত্যাগীদের এ কমিটিতে মূল্যায়ন করা হয়নি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলো বর্তমান কমিটির সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান মিম, কলেজ ছাত্রদল নেতা শাহরিয়ার শেখ, ফয়সাল আহমেদ, মো. ওয়ালিউল্লাহ সহ পদবঞ্চিত নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনের আগে কমিটিতে পদবঞ্চিতরা ঘোষিত সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবীতে কলেজে এবং শহরের বিক্ষোভ মিছিল করেন।

অভিযোগের বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পী এই প্রতিবেদককে জানান, ৫ আগষ্টের পূর্বের রাজপথের দলীয় কার্যক্রম বিবেচনা করে এবং কেন্দ্রীয় ছাত্রদলের টিমের ৬ মাসের কার্যক্রমের পরে এ কমিটি ঘোষণা করা হয়েছে।  কমিটি ঘোষণা করার আগে সবাইকে ৪৮ ঘন্টার সময় দেয়া হয়েছিলো।  কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা জানানোর জন্য।  তখন এ সকল অভিযোগ কেউ করেনি।  কমিটি ঘোষণার পরে এ সব অভিযোগ ভিত্তিহীন।  এছাড়া কমিটি গঠনে অর্থনৈতিক লেনদেনের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।  যারা এথন আন্দোলন করছে তারা অনেকেই কলেজের ছাত্রই না।

ভোরের আকাশ/জাআ

  • শেয়ার করুন-
 ৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি

৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি

সংশ্লিষ্ট

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড