× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘোড়াঘাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৯ মে ২০২৫ ০৬:২৪ পিএম

ঘোড়াঘাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট

ঘোড়াঘাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট

ঈদুল আজহা সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ ও পৌরসভা এলাকার বাগের হাটে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ বছর দেশী-বিদেশী জাতের গরুর যেমন ব্যাপক আমদানী রয়েছে, তেমনি ক্রেতার মাঝে ছাগলের চাহিদা রয়েছে ব্যাপক। এই হাটে দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৯শে মে) দুপুর ১২ টার দিকে উপজেলার সবচেয়ে বড় রাণীগঞ্জ পশুর হাট ঘুরে দেখা গেছে, হাটে প্রচুর গবাদিপশু উঠেছে। যেন তিল ধারণের ঠাঁই নেই। দূর-দূরান্তের ব্যবসায়ী ও খামারিরা ট্রাক, মিনিট্রাক, নছিমনসহ বিভিন্ন যানবাহনে করে গরু, মহিষ, ছাগল ও ভেড়া নিয়ে এসেছেন। ঐতিহ্যবাহী এই হাটে এবার মাঝারি আকারের গরুর মধ্যে দামের দিক থেকে ৮০ হাজার থেকে ১ লাখ ২০-৩০ হাজার টাকার গরুর চাহিদা বেশি।

হাটে গরু কিনতে আসা শেখ সাখাওয়াত হোসেন বলেন, হাট থেকে মাঝারি আকারের একটি গরু ১ লাখ ২০ হাজার টাকায় কিনেছি। গত বছরের ঈদে যে গরু কেনা হয়েছে তার সঙ্গে তুলনা করে তার কাছে মনে হয়েছে, এবার গরুর দাম কম।

হাটে আসা বিক্রেতারা বলছেন, হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। আর গত বছরের চেয়ে এবার গরুর দামও কিছুটা কম। এ বছর হাটে ছাগলের চাহিদাও তুলনামূলকভাবে বেশি। প্রতিটি ছাগল বিক্রি হচ্ছে ১০ থেকে ২২ হাজার টাকা পর্যন্ত।

ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ পশুর হাটের ইজারাদার হাফিজুর রহমান জানান, হাটে গরুর ব্যাপক আমদানি হয়েছে। সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কেউ প্রতারণার শিকার না হন। প্রশাসনের পক্ষ থেকেও পর্যবেক্ষণ চলছে। যার ফলে ক্রেতা-বিক্রেতা শান্তিপূর্ণ পরিবেশে কেনাবেচা করছেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন, ঈদ সামনে রেখে উপজেলার রাণীগঞ্জ পশুর হাটে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, জাল নোট শনাক্তকারী মেশিনসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-
 গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী

গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী

সংশ্লিষ্ট

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড