এস,এম সিপার, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৩ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুর জেলা বিএনপির বিদ্যমান আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এই কমিটির আহবায়ক ছিলেন অধ্যাপক আলমগীর হোসেন এবং সদস্য সচিব ছিলেন গাজী ওহিদুজ্জামান লাবলু।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (৩ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অচিরেই নতুন আহবায়ক কমিটি গঠন করে ঘোষণা দেওয়া হবে।
দলের অভ্যন্তরে গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
তবে এ সিদ্ধান্তে জেলা বিএনপির অভ্যন্তরে নানা আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।
ভোরের আকাশ/জাআ