× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্কের প্লট বরাদ্দ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ০৪:০২ পিএম

ছবি: ভোরের আকাশ

ছবি: ভোরের আকাশ

সিরাজগঞ্জে বহুল প্রতীক্ষিত বিসিক শিল্পপার্ক, সিরাজগঞ্জ’র প্লট বরাদ্দ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।  এদিন ৭২ জনকে প্লট প্রদান করা হয়।  এ শিল্পপার্কটি চালু হলে ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

রাজশাহীর বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের সেখ প্রমুখ।

স্বাগত বক্তব্যে সিরাজগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম বলেন, শিল্পায়নের মাধ্যমে উত্তরবঙ্গের অর্থনীতিকে সমৃদ্ধ করাই ছিল সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক নির্মাণের উদ্দেশ্য।

এছাড়াও বেকারত্ব হ্রাস, অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্পায়নের পরিবেশ সৃষ্টি করাও ছিল লক্ষ্য।  এই শিল্প পার্কে ৮২৯টি প্লটের পরিকল্পনা ছিল, সবগুলোই প্রস্তুত করা হয়েছে।  দেশি-বিদেশি উদ্যোক্তারা প্লট বরাদ্দ পেয়েছেন।

বরাদ্দপত্র পাওয়ার পর ইজারা গ্রহীতার করণীয় সম্পর্কে বিসিক শিল্প পার্কের প্রধান মোঃ সাজিদুল ইসলাম বলেন, বিসিক ১৯৫৭ সালে যাত্রা শুরু করে।  সারাদেশে ৮৩টি শিল্প নগরী রয়েছে, যার মধ্যে সিরাজগঞ্জ অন্যতম।  নির্ধারিত সময়ে ডাউনপেমেন্ট, সার্ভিস চার্জ পরিশোধ না করলে, অনুমোদিত লে-আউট মানা না হলে, ৫ বছরের বেশি শিল্প কারখানা বন্ধ থাকলে বা আবাসিক কাজে ব্যবহার করলে প্লট বরাদ্দ স্থগিত করা হতে পারে।  এছাড়াও মোবাইল টাওয়ার স্থাপন করা যাবে না, করলে প্লট বরাদ্দ বাতিল করা হবে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঢাকার কাছাকাছি জেলা সিরাজগঞ্জ হলেও এখানে শিল্পায়ন তেমন হয়নি, অথচ পাশের জেলা বগুড়ায় হয়েছে।  এটি বিসিকের সবচেয়ে বড় পার্ক সিরাজগঞ্জে।  অধিকাংশ উদ্যোক্তা এই জেলার বাসিন্দা।  সিরাজগঞ্জ এখন শিল্প পার্কের জন্য উপযুক্ত।  রেলপথ, সড়কপথ ও নদীপথ - সব যোগাযোগ ব্যবস্থা ভালো।  যারা প্লট বরাদ্দ পেয়েছেন, তাদের দ্রুত কার্যক্রম শুরুর অনুরোধ করছি।

রাজশাহীর বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ বলেন, আজকের দিনটি আমাদের জন্য এক আনন্দের দিন।  আজকের দিনের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি।  অনেক কঠিন পথ পেরিয়ে আসতে হয়েছে।  সবার আবেগকে কাজে লাগিয়ে এই স্বপ্ন বাস্তবায়ন হবে, এটাই আমাদের প্রত্যাশা।  আমরা সর্বোচ্চ সহযোগিতার জন্য প্রস্তুত। বিসিকের জিডিপিতে ১১ ভাগ অবদান রয়েছে।

উল্লেখ্য, যমুনা সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ছাতিয়ানতলী ও পশ্চিম মোহনপুর এবং কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া, বেলুটিয়া ও মোড়গ্রাম মৌজার মোট ৪০০ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয় শিল্প মন্ত্রণালয়।  ৭১৯ কোটি ২১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ ধরা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

  • শেয়ার করুন-
নারায়ণগঞ্জে ই-বেইলবন্ড উদ্বোধন: ন্যায়বিচারে নতুন যুগের সূচনা

নারায়ণগঞ্জে ই-বেইলবন্ড উদ্বোধন: ন্যায়বিচারে নতুন যুগের সূচনা

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২

সিরাজগঞ্জে পথশিশুদের মাঝে বিএনপি নেতার খাবার ও বই বিতরণ

সিরাজগঞ্জে পথশিশুদের মাঝে বিএনপি নেতার খাবার ও বই বিতরণ

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার দুই

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার দুই

বৃষ্টি উপেক্ষা করে সিরাজগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

বৃষ্টি উপেক্ষা করে সিরাজগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

 রাবিতে ভোট উৎসব আজ, ৩৫ বছরের অপেক্ষার অবসান

রাবিতে ভোট উৎসব আজ, ৩৫ বছরের অপেক্ষার অবসান

 ১৮ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

১৮ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

 গাজায় ফের অভিযান চালাতে পারে ইসরায়েল: ট্রাম্প

গাজায় ফের অভিযান চালাতে পারে ইসরায়েল: ট্রাম্প

 চাকসুর ২৬ পদের মধ্যে ২৪টিতে বিজয়ী শিবির

চাকসুর ২৬ পদের মধ্যে ২৪টিতে বিজয়ী শিবির

সংশ্লিষ্ট

ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

সরকারি হরগঙ্গা কলেজে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান

সরকারি হরগঙ্গা কলেজে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান

টাঙ্গাইলে শব্দ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গাইলে শব্দ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত

টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত