ছবি: ভোরের আকাশ
দুদিন বন্ধ থাকার পর অবশেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। পরিবহন শ্রমিকদের ধর্মঘটে টানা দুই দিন বন্ধ থাকার পর সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে সড়কে পুনরায় বাস চলতে শুরু করে।
সকালে ময়মনসিংহের পাটগুদাম ও মাসকান্দা বাসটার্মিনাল থেকে ঢাকাগামী বাস ছাড়তে দেখা গেছে। দীর্ঘদিন পর বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সরেজমিনে পাটগুদাম টার্মিনালে দেখা যায়, ভোর থেকেই ঢাকাগামী যাত্রীদের ভিড়। এক যাত্রী বলেন, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। গৌরীপুরে ছুটিতে এসেছিলাম। গতকাল ফেরার কথা ছিল, কিন্তু ধর্মঘটের কারণে যেতে পারিনি। তাই আজ সকালেই রওনা দিয়েছি।
জান্নাতুল প্রিয়া নামে আরেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। নিজেদের দাবি আদায়ের জন্য সাধারণ যাত্রীদের এমনভাবে কষ্ট দেওয়া ঠিক নয়।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, সকাল থেকেই ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাসগুলো মাসকান্দা টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ধীরে ধীরে অন্যান্য বাসও রাস্তায় নামছে। ফলে সড়কে স্বস্তি ফিরেছে।
গত শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে এনসিপি ও বৈষম্যবিরোধী পক্ষের বিরোধের জেরে শনিবার ও রোববার দুই দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠকের পর জনদুর্ভোগের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করা হয়। অভ্যন্তরীণ সমস্যা সমাধানে পরবর্তী সময়ে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ভোরের আকাশ/তা.কা
সংশ্লিষ্ট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। হতাহতরা সবাই বাসযাত্রী।বুধবার বিকেল ৩ টার দিকে এ দুর্ঘনাটি ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যাইনি।পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিলো। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌছালে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রড ভর্তি অন্য একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হয়।এ সময় পুলিশ আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত বলে ঘোষনা করেন।বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, নিহত ওই তিন বাস যাত্রীর পরিচয় সনাক্তের চেষ্ট চলছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্থান্তর করা হবে।ভোরের আকাশ//হ.র
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের পাটিকেলবাড়ী গ্রামে পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত হয়েছে এক শিশু। আহত শিশুটির নাম মরিয়ম আক্তার (৫)। সে ওই এলাকার ইকবাল গাজীর মেয়ে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার (১৫ অক্টোবর) বিকালে মরিয়ম বাড়ির উঠানে খেলার সময় হঠাৎ এক পাগলা কুকুর এসে তার গাল কামড়ে গুরুতর জখম করে।চিৎকার শুনে পরিবারের সদস্যরা দৌড়ে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং গালে ৯টি সেলাই দেন বলে জানা গেছে।ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, ঐ কুকুরটি আরও কয়েকটি স্থানে ঘোরাঘুরি করছে এবং প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।ভোরের আকাশ//হ.র
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়ন ও ইন্দুরকানি সদর ইউনিয়নে ঘরে ঘরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) এই কর্মসূচির অংশ হিসেবে পাড়েরহাট ইউনিয়নের গাজীপুর ও লাহুরী গ্রাম, এবং ইন্দুরকানি সদর উপজেলার ভবানীপুরও পাড়েরহাট ইউনিয়নের গাজীপুর,লাহুরী গ্রামে স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ঘোষিত কর্মসূচির লিফলেট পৌঁছে দেন।লিফলেট বিতরণে অংশ নেন জিয়ানগর উপজেলা ছাত্রদলের সভাপতি আল-আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল শিকদার, জিয়ানগর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মমতাজ বেগম ও রোজিনা বেগম।এই কর্মসূচি পরিচালিত হয় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক,ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ-এর যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খানের উদ্যোগে।কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের মধ্যে দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা জানান, এই উদ্যোগ দেশের পুনর্গঠনের রূপরেখা হিসেবে নতুন আশার আলো জাগিয়েছে।ভোরের আকাশ//হ.র
ইসলামী আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মোঃ ইয়াছিন আলী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর-কিশোরগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা সভাপতি হাফেজ মুস্তাকিম বিল্লাহ, মাওলানা ছদর উদ্দিন, আব্দুল হালিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সভাপতি সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা মোট ৫ দফা দাবি উপস্থাপন করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গঠনমূলক মন্তব্য প্রদান করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল,জাতীয় নির্বাচন পিআর (Proportional Representation) পদ্ধতিতে না হলে তা গ্রহণযোগ্য হবে না।অতীতের খুন, গুম ও হত্যা ঘটনাসমূহের দৃশ্যমান ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে।স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে প্রয়োজনীয় আদেশ জারি করতে হবে।জনগণের মতামত যাচাইয়ে গণভোটের আয়োজন করতে হবে।বক্তারা আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, ন্যায়ভিত্তিক সংবিধান ও দ্রুত বিচারব্যবস্থা নিশ্চিত না হলে গণতন্ত্র ও জনআস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান—উল্লেখিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সুরক্ষা নিশ্চিত করতে হবে।শেষে জেলা সেক্রেটারির পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।ভোরের আকাশ//হ.র