রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ০১:০৮ এএম
সাতকানিয়ার কেরানীহাটে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট ও কেরানীহাট-বান্দরবান সড়ক মোড় এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে উচ্ছেদ করা হয়েছে প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা। গতকাল (বুধবার) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে সাতকানিয়া উপজেলা প্রশাসন। অভিযানে সহায়তা করে সেনাবাহিনী, দোহাজারী হাইওয়ে থানা এবং সাতকানিয়া থানা-পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. পারভেজ, দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে মহাসড়কের ফুটপাত ও পাশের জায়গা দখল করে গড়ে উঠেছিল অবৈধ দোকানপাট ও স্থাপনা। এতে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছিল এবং পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটছিল। জনস্বার্থে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এর আগে গত শনিবারও কেরানীহাট এলাকায় ফুটপাত থেকে শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করে প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম জানান, “পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এবং সড়কে স্বাভাবিক গতি ফেরাতে এই অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
ভোরের আকাশ//হ.র