ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযানে মাদক কারবারিদের সংঘবদ্ধ হামলার শিকার হয়েছে পুলিশ সদস্য। এ সময় মাদক কারবারিদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন।
ঘটনাটি ঘটেছে বৃহসপতিবার শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া দুইটার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে।
এসময় গ্রেফতার করা হয় চার হামলাকারী মাদক কারবারিকে। উদ্ধার করা হয় ৪৫ পিস ইয়াবা টেবলেট ও এক কেজি গাঁজা।
আহত পুলিশ সদস্যরা হলেন- শ্রীপুর থানার এস আাই আব্দুল কুদ্দছ, মো. মনোয়ার হোসেন,মো. জুনায়েত, এ এস আই মো. হাবিবুর রহমান ও মো. নাজমুল হক। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় উপজেলার পৌসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. আসাদুজ্জামান(৬০) তার স্ত্রী দেলোয়ারা খাতুন(৫০) দুই ছেলে আল আমীন(৩০) ও আসিককে (২৩)।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহসপতিবার রাত সোয়া দুইটার দিকে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলামের নেতৃত্বে শ্রীপুর থানা পুলিশের একটি দল কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আসাদুজ্জামানের বাড়িতে মাদক উদ্ধার অভিযানে যান।
এক পর্যায়ে দরজা খুলেই মাদক কারবারীরা আমাদের উপর অতর্কিতে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি মারপিটে পাঁচ পুলিশ অফিসার আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। ঘটনাস্থল থেকে চার জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হবে।
ভোরের আকাশ/ মো.আ.