× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যানজটমুক্ত ঈদযাত্রা, মানুষের স্বস্তি প্রকাশ

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২৫ ১১:১২ পিএম

যানজটমুক্ত ঈদযাত্রা, মানুষের স্বস্তি প্রকাশ

যানজটমুক্ত ঈদযাত্রা, মানুষের স্বস্তি প্রকাশ

ঈদুল ফিতর উপলক্ষ্যে সাভার-আশুলিয়ার বিভিন্ন কারখানায় ছুটি হয়ে গেছে। শনিবার সকাল থেকে ঢাকা-আরিচা এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের দিকে যানবাহনের চাপ কম রয়েছে। এ সময়ে কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া নেয়ার চিত্রও দেখা গেছে।

ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় পরিবহনের উপস্থিতি একেবারেই কম রয়েছে। নবীনগর দূরপাল্লার বাস টার্মিনালের কাউন্টারগুলো ফাঁকা রয়েছে। টার্মিনাল এলাকায় কিছুসংখ্যক যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

অন্য সব বছরের থেকে এবছর মহাসড়ক অনেকটাই ফাঁকা। যাত্রীদের আগের মতো আর সেই ভিড় নেই। আশুলিয়া একটি গুরুত্বপূর্ণ এলাকা হওয়ার পরেও মনে হচ্ছে যাত্রীর অভাবে দাঁড়িয়ে আছে দূরপাল্লার গাড়ি। ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থা তৈরি করা হওয়ায় যানজট অনেকটাই কমে আসছে।

সাভার হাইওয়ে পুলিশের (ওসি) সওগাতুল আলম বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করাসহ সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। কোথাও কোনো অভিযোগ পেলে সে অনুযায়ীও ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমাদের পুলিশ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সড়কের বিভিন্ন পয়েন্টে আমাদের পুলিশ সদস্য মোতায়েন করা রয়েছে।’

এদিকে সাভার ও আশুলিয়া থেকে বাড়িতে ফেরা যাত্রীরা যানজট মুক্ত ঈদ যাত্রা করতে পেরে স্বস্তি প্রকাশ করেছে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

সংশ্লিষ্ট

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড