চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ০৩:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সোমবার (১৮ আগস্ট) টানা আড়াই ঘণ্টার অভিযানে অনিয়মের সত্যতা পায় দুদকের অভিযানিক দল।
অভিযান শেষে দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসলামাইল হোসেন।
তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগে বেলা সাড়ে ১১ অভিযান শুরু করে একটি দল। দুপুর ২ টায় অভিযান শেষ হয়। অভিযানে রোগীদের সরবরাহ করা খাবারের মান ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এছাড়াও চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে বলেও নজরে আসে দুদক অভিযানিক দলের। উল্লেখিত বিষয়গুলো প্রতিবেদন আকারে ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে জানিয়েছেন ইসমাইল হোসেন।
এই অভিযানের ফলে হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে এক ধরনের তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, দুদকের এই পদক্ষেপের পর হাসপাতালের সেবার মান উন্নত হবে এবং অনিয়ম দূর হবে।
ভোরের আকাশ/মো.আ.