চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ০৯:৫৮ পিএম
ছবি: ভোরের আকাশ
পদোন্নতির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষকদের কর্মবিরতি কর্মসুচী পালন করেছে পদোন্নতিবঞ্চিত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষকগণ।
‘নো প্রমোশন-নো ওয়ার্ক’ শ্লোগানে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নবাবগঞ্জ সরকারী কলেজের চত্বরে অবস্থিত শহীদ মিনারের সামনে এই কর্মসূচী পালন করেন শিক্ষকরা।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, সকল সরকারী কলেজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল সরকারী কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষকগণ অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আওয়াল, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার, প্রভাষক আব্দুর রাজ্জাক, আবু রায়হান, লুৎফন নাহার লিনাসহ অন্যরা।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার এর পদোন্নতিবঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও পূর্ব পর্যন্ত কর্মবিরতী কর্মসূচী চলবে বলে জানান আন্দোলনকারী শিক্ষকগণ।
ভোরের আকাশ/তা.কা