রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ০৬:২৬ পিএম
রাজবাড়ীতে বিএনপির সদস্য সংগ্রহ উদ্বোধন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপির) নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বালিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ী-২ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশি বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন খান।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ছদরুল আমীন হাবিব, পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন, সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, বিএনপি নেতা এসএস মিজানুর রহমান বিল্লাল, রফিকুল ইসলাম বাচ্চু, আব্দুল ওহাব মন্ডল, শিল্পপতি মুজাহিদুল ইসলাম, খান আইনুল হাবিব, প্রভাষক মাসুদুর রহমান, প্রভাষক মনিরুজ্জামান বাবু, শাহজাহান মিয়া, মিজানুর রহমাম মিজান প্রমূখ।
এছাড়াও উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
ফরম বিতরণের আগে আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, আ.লীগের দু:শাসনের সময় বিএনপির অনেক ত্যাগী নেতা-কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। ঘরে থাকতে পারেননি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। যাদের ওপর অমানসিক নির্যাতন চালিয়েছিল তাদেরকেই অগ্রাধিকার ভিত্তিতে সদস্য নবায়ন করতে হবে।
এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবেন আমরা একতাবদ্ধ হয়ে তারই পক্ষে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভোরের আকাশ/আজাসা