ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারী ২০২৬ ০২:৪২ এএম
ছবি: ভোরের আকাশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজ্জাম্মেল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা পরিবর্তন চাই। একটি সুশাসনভিত্তিক, জবাবদিহিমূলক ও জনগণের অংশগ্রহণে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা গড়তে চাই। জনগণের মতামতই হবে ভবিষ্যৎ সিদ্ধান্তের ভিত্তি। এজন্য গণভোটে সবার সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রেহেনা আক্তার এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব সরকার, ভাণ্ডারিয়া বন্দার সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু নাসের, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ৬৭ নং নিজ ভাণ্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রাজ্জাক, সাংবাদিক সামসুল ইসলাম আমিরুল, পিরোজপুর জেলা চাত্র শিবিরের সাবেক সভাপতি আবু নাঈম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসার শাহীন শরীফ।
ভোরের আকাশ/আ.ব