মোঃ ইউনুছ আলী, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ০১:৫৩ এএম
কুড়িগ্রামে একদিনে ২ ট্রেন লাইনচ্যুত
কুড়িগ্রাম-চিলমারী রেলপথে রোববার (১৭ আগস্ট) একদিনে দুটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। দুপুর ১২টার দিকে রমনা লোকাল ট্রেনটি উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় চিলমারীর বালাবাড়ি রেলস্টেশনের উত্তরে লাইনচ্যুত হয়।
বিকেল সাড়ে চারটায় লালমনিরহাট থেকে উদ্ধার কাজের জন্য রওনা দেওয়া রিলিফ ট্রেনটিও উলিপুরের পাঁচপীর রেলস্টেশন পার হওয়ার পর লাইনচ্যুত হয়।
রমনা লোকাল ট্রেনের পরিচালক রিয়াজুল ইসলাম জানান, পার্বতীপুর থেকে চিলমারীর রমনা স্টেশনের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটির গার্ড ব্রেকের বগির চারটি চাকা লাইনের বাইরে চলে যায়। তিনি আরও জানান, উলিপুরের পাঁচপীর থেকে চিলমারী পর্যন্ত রেললাইনে কোথাও পাথর না থাকার কারণে, ঘণ্টায় মাত্র ১২ কিলোমিটার গতিতেও ট্রেন লাইনচ্যুত হয়।
রিলিফ ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন বলেন, “সাতটি বগি নিয়ে লালমনিরহাট থেকে রওনা দেওয়া উদ্ধারকারী ট্রেনটি পাঁচপীর ও উলিপুর স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছেই লাইনচ্যুত হয়। পরে সন্ধ্যায় তা পুনরায় লাইনে ফিরিয়ে আনা হয়েছে।”
জানা গেছে, কুড়িগ্রাম থেকে রমনা স্টেশন পর্যন্ত রেলপথের বেশিরভাগ অংশ মাটির ওপর বিছানো। অনেক জায়গায় স্লিপার মাটির নিচে পড়ে গেছে এবং গাইড ওয়ালের অভাবে ভরাট মাটি বৃষ্টিতে নিচে নেমে গেছে।
লালমনিরহাট রেল বিভাগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ৩১ কোটি টাকা ব্যয়ে রেলপথ সংস্কারের দরপত্র আহ্বান করা হয়েছিল। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশন এখনও স্লিপার, রেললাইন বা পাথর বসানোর কাজ শুরু করেনি।
বিশ্বাস কনস্ট্রাকশনের ম্যানেজার রুবেল মিয়া জানান, স্লিপারের ঘাটতির কারণে কাজ ধীরগতিতে চলছে। আগামী মাসে স্লিপার আসার পর দুর্গাপুর থেকে উলিপুর পর্যন্ত রেলপথের কাজ সম্পন্ন হবে।
লালমনিরহাট রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম বলেন, “চিলমারী রমনা বাজার স্টেশনের রেলপথ সংস্কারের কাজ চলমান রয়েছে। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।”
ভোরের আকাশ//হ.র