টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ০৯:৫৪ এএম
ফাইল ছবি
চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির সাবেক ও বর্তমান পদধারী চার নেতাকে দল থেকে প্রাথমিক সদস্যসহ বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (৬ জুলাই) বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশিদ উদ্দিন সরকার পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আবুল হাশেম মোল্লা, মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউর রহমান স্বপ্ন (জিএস স্বপ্ন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীকে দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় আদর্শ ও নীতিমালার বাইরে গিয়ে তাদের কর্মকাণ্ড বিএনপির শৃঙ্খলা এবং ভাবমূর্তির পরিপন্থী হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভোরের আকাশ/আজাসা