টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ০৮:০৯ পিএম
ছবি : ভোরের আকাশ
টঙ্গীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পুলিশ-বক্সে উঠে গেলো বালুবোঝাই একটি ট্রাক। এতে পুলিশ-বক্সটি দুমড়ে মুচড়ে গেলেও প্রাণে রক্ষা পেয়েছেন ২ পুলিশ সদস্য।
শনিবার ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সরকারি কলেজের সামনে স্থাপিত ট্রাফিক পুলিশ-বক্সে। এ ঘটনায় ট্রাফিক পুলিশের এএসআই চান মিয়া (৩৮) ও কনস্টেবল আল মামুন (২৭) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায়, শনিবার ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশ সদস্যরা। এসময় বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-৪৫৪৮) নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেলে পুলিশ-বক্সটি দুমড়েমুচড়ে যায়। এ সময় বক্সে থাকা পুলিশের এএসআই চান মিয়া ও কনস্টেবল আল মামুন আহত হন। পরে স্থানীয়রা ট্রাকচালক হারুনুর রশিদকে আটক করে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এসে বালুবোঝাই ট্রাক জব্দ ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বালুবোঝাই একটি ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ভোরের আকাশ/এসএইচ