× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টির বাধায় বন্ধ লবণ উৎপাদন, ব্যাহত লক্ষ্যমাত্রা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৮ মে ২০২৫ ১০:০০ পিএম

বৃষ্টির বাধায় বন্ধ লবণ উৎপাদন, ব্যাহত লক্ষ্যমাত্রা

বৃষ্টির বাধায় বন্ধ লবণ উৎপাদন, ব্যাহত লক্ষ্যমাত্রা

কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে চলতি মৌসুমে পুরোপুরি বন্ধ হয়ে যায় লবণ উৎপাদন। ফলে লক্ষ্যমাত্রা পূরণের আগেই শেষ হয়ে গেল লবণ উৎপাদন কার্যক্রম। তবুও দেশে ৬৪ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ লবণ উৎপাদনের রেকর্ড হয়েছে। উৎপাদন হয়েছে ২২ লাখ ৫১ হাজার মেট্রিক টনেরও বেশি।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কক্সবাজারের তথ্যমতে, কক্সবাজার সদর, টেকনাফ, রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, ঈদগাঁও এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৬৯ হাজার ১৯৮ একর জমিতে লবণ উৎপাদন শুরু হয়েছিল। এসব জমিতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৬ লাখ ১০ হাজার মেট্রিক টন, যা পূরণ হতে পারেনি। ১৭ মে পর্যন্ত উৎপাদিত হয়েছে ২২ লাখ ৫১ হাজার ৬৫১ মেট্রিক টন, অর্থাৎ লক্ষ্যমাত্রার থেকে ৩ লাখ ৫৮ হাজার ৩৪৯ মেট্রিক টন কম। ১৮ মে থেকে লবণ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।


বছরের শুরু থেকে বৈরী আবহাওয়ার কারণে চাষিরা বারবার লবণ উৎপাদনে বাধাগ্রস্ত হয়েছেন। বিশেষ করে এপ্রিল মাসের শেষে এবং মে মাসের মাঝামাঝি সময়ে  বৃষ্টিপাতের কারণে লবণ উৎপাদন পুরোপুরি বন্ধ রাখতে হয়েছে।

চাষিরা বলছেন, একবার বৃষ্টি হলে টানা এক সপ্তাহ লবণ উৎপাদন বন্ধ থাকে। যদি বৃষ্টিপাত না হতো, আমরা আরও আনুমানিক ২০ - ২৫ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন করতে পারতাম। তারপরও এবার মোটামুটি ভালো লবণ উৎপাদন হয়েছে। আমরা ( চাষিরা) আশা করবো লবণের ন্যায্য মূল্য পাওয়া যাবে।

বৃষ্টির পানিতে উপকূলীয় লবণের মাঠ সয়লাব হয়েছে, যা চাষিদের জন্য বড় ধাক্কা। মঙ্গলবার (২৭ মে) বিকেলে কক্সবাজার সদরের খুরুশকুল উপকূলে দেখা গেছে, মাঠে বৃষ্টির পানি জমে আছে, আর চাষিরা সেচের পানি ও বৃষ্টির পানির উপস্থিতি খতিয়ে দেখছেন। আগেই পলিথিন সরিয়ে নেওয়া হয়েছে যাতে পানি জমে না থাকে।

বিসিকের তথ্যমতে, চাষিরা উৎপাদিত ১৪ লাখ মেট্রিক টনের বেশি লবণ মজুদ রেখেছেন। বাজারে প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়, অর্থাৎ প্রতি কেজির দাম পড়ে সাড়ে ৬ থেকে ৭ টাকা। কিন্তু প্যাকেটজাত লবণের খুচরা মূল্য বাজারে ৩০ থেকে ৪৫ টাকার মধ্যে। চাষিরা লবণ উৎপাদনে ৩৫০ থেকে ৪০০ টাকা খরচ করেন প্রতি মণ। এই পরিস্থিতিতে চাষিরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

বিসিক কক্সবাজার লবণশিল্প উন্নয়ন প্রকল্পের উপমহাব্যবস্থাপক মো. জাফর ইকবাল বলেন, চলতি মৌসুমে ঘাটতি থাকা সত্ত্বেও আমদানির কোনো প্রয়োজন নেই। মাঠ পর্যায়ে এখন চাষিদের হাতে ১৪ লাখ মেট্রিক টন অবিক্রীত লবণ রয়েছে, যা দেশের ৭ থেকে ৮ মাসের চাহিদা পূরণ করতে পারবে। আগামী নভেম্বর কিংবা ডিসেম্বর থেকে লবণ উৎপাদন আবার শুরু হবে।

জেলায় প্রায় ৪১ হাজার ৩৫৫ জন প্রান্তিক চাষি এবং ১ লাখ শ্রমিকসহ কয়েক লাখ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে লবণ উৎপাদন, পরিবহণ ও ব্যবসায় জড়িত। লবণ উৎপাদনের খরচ ও বিক্রির অনিয়মিত মূল্য তাদের জীবিকায় বড় ধরনের প্রভাব ফেলে।

বিসিকের মাঠ পরিদর্শক মো. ইদ্রিস আলী বলেন, লবণের দাম কম থাকায় অনেক চাষি লবণ গর্তে মজুদ রেখেছেন। এখন পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী প্রায় ১৪ লাখ মেট্রিক টন লবণ মাঠে মজুদ রয়েছে। মাঠ পর্যায়ে এখন লবণ বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়, তবে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, এপ্রিল মাসে আবহাওয়া ভালো থাকলেও খরতার কারণে কিছুটা উৎপাদন কম হয়েছে। পরে দফায় দফায় বৃষ্টিপাতের কারণে লবণ উৎপাদনে ঘাটতি হয়েছে। চাষিদের মধ্যে অনেকে দেরিতে মাঠে নামার কারণে বা দ্রুত উঠে যাওয়ার কারণে কাঙ্ক্ষিত উৎপাদন হয়নি।

ভোরের আকাশ/আজাসা

  • শেয়ার করুন-
চীনে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় নিহত ৩০

চীনে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় নিহত ৩০

অস্বাভাবিক জোয়ারে লণ্ডভণ্ড কক্সবাজার উপকূল

অস্বাভাবিক জোয়ারে লণ্ডভণ্ড কক্সবাজার উপকূল

ছিলেন কক্সবাজারে, তবুও মানিকগঞ্জে হামলা মামলার আসামি

ছিলেন কক্সবাজারে, তবুও মানিকগঞ্জে হামলা মামলার আসামি

‘পিআর পদ্ধতির নির্বাচন চায় যারা, তারাই নির্বাচনে প্রতিবন্ধকতাকারী’

‘পিআর পদ্ধতির নির্বাচন চায় যারা, তারাই নির্বাচনে প্রতিবন্ধকতাকারী’

বাংলাদেশে নতুন কোনো গডফাদার আবির্ভাবের সুযোগ নেই: নাহিদ ইসলাম

বাংলাদেশে নতুন কোনো গডফাদার আবির্ভাবের সুযোগ নেই: নাহিদ ইসলাম

 যেসব জেলায় টানা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

যেসব জেলায় টানা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

সংশ্লিষ্ট

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে গ্রাফিতি প্রদর্শনী

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে গ্রাফিতি প্রদর্শনী

পাথরঘাটায় ৩৬ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা দিলো শিক্ষা অধিদপ্তর

পাথরঘাটায় ৩৬ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা দিলো শিক্ষা অধিদপ্তর

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নওগাঁ সীমান্তে ১০ জনকে পুশইন করল বিএসএফ

নওগাঁ সীমান্তে ১০ জনকে পুশইন করল বিএসএফ