ছবি: ভোরের আকাশ
বাংলাদেশে নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দিবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কক্সবাজার শহরে জুলাই পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, গত সরকার আমলে কক্সবাজার সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গিয়েছিল। মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছিল। নারায়ণগঞ্জ যেমন গডফাদার ছিল, কক্সবাজারও গডফাদার ছিল। শেখ হাসিনা এক গডফাদার আর তার আন্ডারে ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশজুড়ে ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। আমরা আবার নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না।
কক্সবাজারের পর্যটন নিয়ে তিনি বলেন, পর্যটন শিল্পের নামে কক্সবাজারে লুটপাট আর উচ্ছেদ করেছে স্বৈরাচার আওয়ামী লীগ। আমরা চাই পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে তুলতে হবে। যেখানে কক্সবাজারের মানুষের হক এবং অধিকার নিশ্চিত করতে হবে।
রোহিঙ্গা ইস্যুত দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি সমস্যা হিসেবে বিবেচিত হয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের দরদ রয়েছে। তাদেরকে অধিকারহীন, রাষ্ট্রহীন করে রাখা হয়েছে। কিন্তু তার সমাধান এটা না যে, বছরের পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব নিবে। রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সবাজারের মানুষের প্রতি বেইনসাফি করছি সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। কক্সবাজারের মানুষের যাতে নিরাপত্তা, আইনশৃঙ্খলার বিঘ্নয় না ঘটে এই সবকিছু বিবেচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতিদ্রুত আমাদের ব্যবস্থা নিতে হবে।
নাহিদ বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, ড. ইউনূসের প্রতি আহ্বান জানাবো এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো, আপনারা রোহিঙ্গা ইস্যু দ্রুত সমাধান করুন। রোহিঙ্গাদের তাদের দেশে সম্মানের এবং অধিকারের সহিত পোঁছানোর ব্যবস্থা করুন।
এর আগে দুপুর ১টায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রার শুরুতে কর্মীরা পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন টার্মিনাল এলাকা। সেখান থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে এনসিপির নেতারা পাবলিক লাইব্রেরি চত্বরে অবস্থিত শহীদ দৌলত ময়দানে সমাবেশে যোগ দেন।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।শনিবার (১৯ জুলাই) জোহরের নামাজের পর টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এম এইচ আরিফ, ছাত্রদল নেতা ফজলে রাব্বি, মো: আরিফ, কারিমুল্লাহ,বিজয়, ইকবাল হোসেন অবি, রাইয়ান,জুয়েল, সাদিম,ইমন, কায়েস, সাব্বির, জুবায়ের, অমিত,সিফাফ, নাফিও,মামুন, সানি,ইফতি ও ইউনুস প্রমুখ।দোয়া মাহফিলে গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।ভোরের আকাশ//হ.র
সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততার’ ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ জুলাই) বিকেলে টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতারা আশরাফ সেতুর সামনে এসে জড়ো হন। পরে একত্রিত হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়।গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণের নির্দেশনায় টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগ এ বিক্ষোভ মিছিল করা হয়।টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা,টঙ্গী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভেন্ডার, সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানি, যুবদল নেতা মশিউর রহমান,কর্মজীবি দলের নেতা আইয়ুব মিয়া, বিএনপি নেতা এডভোকেট শহিদুল ইসলাম, ফারুক গাজী, আলী বাবুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা।সমাবেশে বক্তৃতা বলেন, ৫ আগস্টের পর থেকে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে যারা, তারা দেশ ও জনগণের শত্রু।তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগলেও অন্তর্বর্তী সরকার উদাসীন ভূমিকা পালন করছে। বক্তারা এই ‘নীরবতা’র তীব্র প্রতিবাদ জানান।ভোরের আকাশ//হ.র
কুড়িগ্রামের উলিপুরে মসজিদের ছাদের কার্নিস (রেলিং ) ভেঙে আব্দুল মমিন (৬৫) নামের এক মুসুল্লির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাত ৮টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ ঘটনা ঘটে। আব্দুল মমিন ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাগরিবের নামাজ আদায় করার জন্য আব্দুল মমিন মসজিদের অজু খানায় অজু শেষ করে মসজিদে প্রবেশের সময় আকস্মিকভাবে ছাদের ওপরের কার্নিস (রেলিং)ভেঙে তাকে চাপা দেয়। এ সময় নামাজের মুসল্লিরা আব্দুল মমিনকে রেলিংয়ের নিচ থেকে বের করলে ততক্ষনে তিনি মারা যান।স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির পাশে মসজিদ হওয়ায় আব্দুল মমিন নিয়মিত এ মসজিদে নামাজ পড়তেন। আজ (শনিবার) হঠাৎ মাগরিবের নামাজের সময় ওযু করে মসজিদে প্রবেশের সময় মাথার ওপর রেলিং ভেঙে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই।ভোরের আকাশ//হ.র
বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় মাছ ধরার সময় জলদস্যুদের হামলার শিকার হয়েছে পাথরঘাটা উপজেলার একটি ট্রলার। এতে প্রায় ২৬ লাখ টাকার ইলিশ মাছ লুটে নেওয়ার পাশাপাশি মারধরের শিকার হয়েছেন ১৭ জন জেলে।ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে, উপজেলার দক্ষিণ দিকে গভীর সমুদ্রে।স্থানীয় সূত্রে জানা গেছে, ‘এফবি রফিক’ নামের একটি ট্রলার গত সপ্তাহে সাগরে মাছ ধরতে যায়। কয়েকদিনের অভিযানে জেলেরা প্রায় দুই হাজারের বেশি বড় আকৃতির ইলিশ শিকার করেন। মাছগুলো বাজারে আনতে প্রস্তুতি নেওয়ার সময়েই রাতের অন্ধকারে অস্ত্রধারী একদল জলদস্যু ট্রলারে হানা দেয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দস্যুরা চট্টগ্রামের একটি ট্রলারে করে এসে জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা মাছসহ মোবাইল ফোন লুটে নেয় এবং প্রত্যেক জেলেকে বেধড়ক মারধর করে।আহত জেলেরা শনিবার সকালে খালি ট্রলার নিয়ে তীরে ফিরে আসেন এবং পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের একজন নেতা বলেন, “এটি নতুন কোনো ঘটনা নয়, তবে সম্প্রতি জলদস্যুদের দৌরাত্ম্য আবারও বাড়ছে।”এদিকে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানিয়েছেন, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় ট্রলারের মালিক থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।ভোরের আকাশ//হ.র