ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫ ০৮:৩৪ পিএম
শ্রীপুরে সদ্যপ্রসুত নব জাতক উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে সদ্যপ্রসুত এক নবজাতককে ঝোপঝাড় থেকে উদ্ধার করেছে এলাকাবাসী।
রবিবার সকালে উপজেলার গাড়ারণ গ্রামের বাসাবাইদ এলাকায় শ্রীপুর বরমী আঞ্চলিক সড়কের পাশে ঝোপে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ফয়সাল ইফরান বলেন, প্রতিদিনের মতো মোটরসাইকেল নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলাম। বাসাবাইদ এলাকায় পৌঁছলে কিছু লোকজন জড়ো হয়ে আছে। পাশের ঝোপঝাড় থেকে ভেসে আসছে কান্নার শব্দ। আমি তাৎক্ষনিক ৯৯৯ এ ফোন দেই।কিন্তু পুলিশ না আসায় আবার ওসির নাম্বারে ফোন দেই। ওনার পরামর্শে শিশু টিকে হাসপাতালে নেই। থানায় জিডি করে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। এলাকার নিঃস্বন্তান শফিকুল ও তার স্ত্রী তসনিম আক্তার আমাদের পাশে দাঁড়িয়েছে। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির সাথে আছে। হয়তো স্থানীয় ক্লিনিকে এর জন্ম। লোক লজ্জার ভয়ে রাতের কোন এক সময় জন্ম নেওয়া এ নবজাতককে ফেলে গেছে তার অসহায় মা। তবে তার পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, রবিবার সকাল আটটার দিকে এক পথচারী ওই সড়কের পাশে প্রস্রাব করার ঝোপের ভেতর নবজাতকের কান্না শুনতে পান। এগিয়ে গিয়ে দেখেন একটি নবজাতক মাটিতে কাদা জলে পড়ে আছে। পিপড়া তাকে কামড়াচ্ছে। তিনি আশপাশের লোকদের ডাকতে থাকেন। ঘটনাস্থলে স্থানীয়রা জড়ো হয়। এলাকাবাসী জানায়, নবজাতকের নাভীতে হাসপাতালের ক্লিপ লাগানো ছিলো। তাদের ধারণা, কোন হাসপাতালে বা ক্লিনিকে অজ্ঞাত নারী নবজাতককে জন্ম দিয়ে ঝোপের ভেতর ফেলে গেছে। স্থানীয় ব্যবসায়ী ফয়সাল তাকে উদ্ধার করে হসপাতালে নেয়।
ফয়সাল আরো জানান, স্থানীয় নিঃস্বন্তান শফিকুল তসনিম দম্পতি নবজাতককে সন্তান হিসেবে নিতে চান। তারা দুধ কিনে শিশুটিকে খাইয়েছেন। এখনো শিশুটির পাশে আছেন।
শফিকুল জানান, নবজাতক উদ্ধারের খবর পেয়ে স্ত্রীকে নিয়ে ঘটনাস্থলে যাই। আমাদেরও সন্তান নেই। আমার স্ত্রী নবজাতককে বুকে তুলে নিয়েছে। এ শিশুর লালন পালনের ভার নিতে চাই। আমাদের দাম্পত্য জীবনে কোন সন্তান নেই। উদ্ধার হওয়া নবজাককে নিজের সন্তান হিসেবেই লালন পালন করবো। এ বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা চাই।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.বাহাউদ্দিন জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে নবজাতকের বিষয়টি অবগত হই। নবজাতকটি হাসপাতালে চিকিৎসাধিন আছে। তার সুচিকিৎসা ও পূর্ণবাসনের সব ধরণের ব্যবস্থা করা হবে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, সকালে গাড়ারণ গ্রাম থেকে এক নবজাতককে উদ্ধার করে স্থানীয়রা। এ বিষয়ে থানায় সাধারণ ডায়রী হয়েছে। নবজাতক অসুস্থ হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পুলিশ তার খোঁজ খবর রাখছে।
ভোরের আকাশ/জাআ