ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ০৭:৪৮ পিএম
জেদ্দা হাউজিংয়ের কার্যক্রম বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত
"শ্রীপুরে প্রতারণার ফাঁদ হাউজিং কম্পানির" শিরোনামে সংবাদ প্রকাশের পর ওই অবৈধ কোম্পানিতে পরিচালনা করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।এসময় কার্যালয়ে কাউকে না পেয়ে খুলে ফেলা হয় সাইনবোর্ড।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের গঠিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট আতাহার শাকিল।খুলে ফেলা হয় অবৈধ জেদ্দা হাউজিং কোম্পানির সাইনবোর্ড। উপর্যুক্ত কাগজপত্র ছাড়া কম্পানীর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
জানা যায় গত ২৪ জুন দৈনিক ভোরের আকাশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে প্রশাসন। হাউজিং কোম্পানির লোকজনকে নোটিশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। উপযুক্ত কাগজপত্র ও প্রমানাদি দেখাতে ব্যার্থ হয় তারা।তারপরও চালিয়ে যায় অবৈধ কার্যক্রম। যার পরিপ্রেক্ষিতে চালানো হয় অভিযান।খুলে ফেলা হয় সাইনবোর্ড।
জানা যায়, আবাসন প্রকল্প গ্রহণে হাউজিং কোম্পানিকে সাতটি শর্ত পূরণ করতে হয়। এগুলোর মধ্যে রয়েছে কোম্পানির নামে ১০ একর জমি, স্থানীয় সরকার /ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের তিন ধাপের ছাড়পত্র, জেলা প্রশাসনের দায়মুক্তি সনদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদন। কিন্তু জেদ্দা হাউজিং লিমিটেডের নামে ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ছাড়া এই শর্তের একটিও পূরণ করেননি।কিন্তু বিভিন্ন আকারের প্লট করে বিক্রি করা সহ প্রচার প্রচারণা চালাচ্ছে দেদারসে।
আইন ও বিধিবিধান না মেনে ৯০০ বিঘা জমির লে-আউটে তৈরির মাধ্যমে ৩ কাঠা, ৫ কাঠা ও ১০ কাঠা আয়তনের প্লট দেখিয়ে বুকিং বাণিজ্য করছে প্রতিষ্ঠানটি। একই প্রকল্পে ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স, ভিলা এবং কন্ডোমিনিয়ামের বুকিংও নেয়া হয়। যেখানে আবাসন প্রকল্প করতে গেলে যে শর্ত মানতে হয়- তার কোনটিই নাই এ হাউজিং কোম্পানির।যেখানে কোম্পানীর নামে ১০ একর জমি থাকতে হবে, সেখানে এই কোম্পানীর ১০ শতাংশ জমিও নিজেদের নামে সাফ কাবলা কেনা নেই। অথচ লে-আউটে কৃষিজমির উপর সাইনবোর্ড টাঙিয়ে ৫০/৬০ ফুট জায়গা বালু ভরাট করে গ্রাহকের কাছ থেকে বুকিংমানি নিয়ে প্লট বিক্রি করে যাচ্ছে দেদারসে ।
জেদ্দা হাউজিংয়ের চটকদার বিজ্ঞাপনে বলতে শুনা যায় ৩ কাঠার প্লট মাত্র ২০ হাজার টাকায় জমির মালিক হোন, প্রতি কাঠার দাম ৬ লাখ, বুকিং করলেই ১৫% ছাড়, ৫০% ডাউন পেমেন্টে সাফ কাবলা রেজিস্ট্রেশন, ৬০ কিস্তিতে মুল্য পরিশোধ,। জেদ্দা হাউজিং লিমিটেড এর এমন আরো অনেক চটকদার বিজ্ঞাপনেই ভাসঁছে নেট-দুনিয়া। ফেসবুক, ইউটিউব, সহ রাস্তার মোড়ে মোড়ে টাঙ্গানো হয়েছে কোম্পানির বড় বড় বিলবোর্ড বিজ্ঞাপন। এরই প্রেক্ষিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
ভোরের আকাশ/আজাসা