শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫ ০৬:৪০ পিএম
নকলায় বিএনপির অফিস ভাংচুর, ককটেল বিস্ফোরণ
শেরপুর জেলার নকলা উপজেলার ১নং গণপদ্দী ইউনিয়নের আদমপুরে ৩নং ওয়ার্ডে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও ককটেল নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা।
বুধবার (১১ জুন) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে। নকলা থানা পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার মধ্যরাতে নকলার গনপদ্দি ইউনিয়নের আদমপুরে ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অজ্ঞাত সন্ত্রাসী ও দূর্বৃত্তরা হামলা চালিয়ে অন্তত ৫ টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় অফিস ভাংচুর কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। একইসাথে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও সাবেক হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর ছবি কুপিয়ে কেটে ফেলে। ধারণা করা হচ্ছে বিএনপি বিরোধী এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ বিচার দাবী করেছেন, গনপদ্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিংকন, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম শফিসহ নেতৃবৃন্দ।
১২ জুন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ও ওসি তদন্ত আবুল কাশেমসহ নকলা থানার পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। আমরা তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/আজাসা