কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ১২:৫০ পিএম
কাপাসিয়ায় নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর ফকির মজনু শাহ সেতুর নিচে বাবা মায়ের সাথে গোসল করতে নেমে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজের তিনদিন পর নদী থেকে লাশ উদ্ধার হয়েছে। রোববার (৬ জুলাই) উপজেলা রানিগঞ্জ এলাকার নির্মানাধীন ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়।
গত ৪ জুলাই শুক্রবার উপজেলার কাপাসিয়া মধ্যপাড়া গ্রামের খোরশেদ আলম শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজন হন। কাপাসিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানসিক ভারসাম্যহীন খোরশেদ আলম (৪০) প্রায় ২০ বছর ধরে মানসিকভাবে অসুস্থ। তার ২ মেয়ে ১ ছেলে রয়েছে।
এলাকাবাসী ও স্থানীয় জাহাঙ্গীর হোসেন জানান, খোরশেদ আলম ওই দিন বেলা সাড়ে তিনটার দিকে বাবা-মার সাথে নদীতে গোসল করতে নামে নিখোঁজ হয়েছে। আমরা কাপাসিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে তারা উদ্ধার কাজ চালায়।
কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টাফ অফিসার জাকির হোসেন বলেন, নিখোঁজ-যুবকের লাশ রানীগঞ্জ এলাকায় নদীতে ভেসে উঠে এলাকাবাসী উদ্ধার করেন।
ভোরের আকাশ/আজাসা