মাসুদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৫ ০১:৩৪ এএম
বরিশালের কাউনিয়ায় গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ ও নাজমুল। তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, নগরীর পশ্চিম কাউনিয়া সাধুর বটতলা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন মুকুল নামের এক নারী।
সংবাদ নিশ্চিত হওয়ার পর বিকেলে মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। আজকের অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও জানান, বরিশাল জেলায় মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ//হ.র