ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫ ০৫:২২ পিএম
রক্তদানে স্বেচ্ছাসেবী সংগঠন 'ব্লাড ফর নাসিরনগর'র কমিটি ঘোষণা
"নিজে রক্ত দিন, অন্যকেও উৎসাহিত করুন। আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি জীবন।" এই সেবার মানসিকতা নিয়েই চালু হয়েছে প্রতিষ্ঠানটি।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদুল আযহার পরদিন রবিবার (৮জুন) বিকালে আনুষ্ঠানিকভাবে ব্লাড ফর নাসিরনগর ২০২৫-২০২৬ এর কমিটি ঘোষণা করা হয়।
উপদেষ্টা হিসেবে রয়েছেন ইবাদুল রহমান ভূঁইয়া। নবনির্বাচিত কমিটিতে সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শরিফ মিয়া। এছাড়া সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নয়ন, অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আহমেদ জয়, প্রচার সম্পাদক দেলোয়ার হোসাইন, নারী সম্পাদক সাদিয়া আক্তার।
মিটিংয়ে উপস্থিত ছিলেন জুয়েল আহামেদ (প্রতিষ্ঠিতা- ব্লাড ফর নাসিরনগর), সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিউল, সাবেক সহ সভাপতি বশির আহমেদ, সাবেক সহ সভাপতি আঃ কাদির।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ রুবেল, শেখ ডালিম, মোঃ আনিছ, মোঃ সাব্বির রহমান, আঃ হামিদ, শরিফ আহমেদ, এমরান, রাকিব, সাফিউল্লাহ, মোহাম্মদ চাঁদসহ আরো অনেকে।
'ব্লাড ফর নাসিরনগর' এর প্রতিষ্ঠাতা জুয়েল আহমেদ বলেন, 'প্রতিটি মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য রোগী রক্তের অভাবে জীবন সংকটে পতিত হচ্ছে। এ সংকট কাটিয়ে উঠতে পারে শুধুমাত্র মানবিক প্রতিষ্ঠানের মাধ্যমে। ব্লাড ফর নাসিরনগর এমনি একটি স্বেচ্ছাসেবী সেবামূলক প্রতিষ্ঠান। রক্তদান শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানবতার সেবায় এক নিঃস্বার্থ অঙ্গীকার।'
নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম বলেন, 'গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি ‘ব্লাড ফর নাসিরনগর’ পরিবারের সকল সদস্যকে। এই দায়িত্ব শুধু সম্মানের নয়, বরং এটি মানবতার প্রতি একটি অঙ্গীকার।'
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ব্লাড ফর নাসিরনগর’ প্রতিষ্ঠালগ্ন থেকে বিনামূল্যে রক্ত সরবরাহে কাজ করে আসছে। তরুণ সমাজের অংশগ্রহণ কার্যক্রমে নতুন গতি এনেছে। রক্তদানের চর্চা হোক নিয়মিত এবং সংগঠিত। ব্লাড ফর নাসিরনগর রক্তে গড়া সম্পর্ক, মানবতায় বাঁধা পরিবার। সবাই একসাথে মানবতার জন্য কাজ করে এক রক্তবিন্দুতেই গড়ে উঠতে নাসিরনগর উপজেলাবাসীকে আহবান জানানো হয়।
ভোরের আকাশ/জাআ