লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ০৩:৫৩ পিএম
লালপুরে জাতীয় ফল মেলার উদ্বোধন
‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে ৩দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. মুনজুর রহমান, লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো: মোমিনুজ্জামান, ২নং ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের পুষ্টি চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৩৫০ গ্রাম ফল খাওয়া প্রয়োজন। পাশাপাশি বিভিন্ন দেশি ফল প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং অনাবাদি পতিত জমি সহ সকল জায়গায় দেশি ফলের গাছ রোপন করা প্রয়োজন।
উক্ত মেলায় বিভিন্ন দেশি ফল প্রদর্শন এবং ফল গাছের চারা বিক্রয়ের জন্য ৩টি স্টল প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
ভোরের আকাশ/জাআ