সংগৃহীত ছবি
প্রেমিকার বিয়ের খবর শুনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গোলাম রাব্বি (১৫) নামে এক কিশোর।
সোমবার (৩০ জুন) দুপুরে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
মৃত রাব্বি ওই গ্রামের দিনমজুর রবিউল শেখের ছেলে।
পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে রাব্বির প্রেমের সম্পর্ক চলছিল। ছেলেটির পরিবার সম্পর্কটি মেনে নিলেও মেয়ের পরিবার শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল।
রাব্বির বড় ভাই রিয়াজ শেখ বলেন, কিছুদিন আগে রাব্বি ও মেয়েটি একসঙ্গে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে উভয় পরিবার খোঁজাখুঁজি করে তাদের ফিরিয়ে আনে এবং বিয়ের আশ্বাস দেয়। কিন্তু কিছুদিন পর মেয়েটিকে কৌশলে ঢাকায় পাঠিয়ে দেয় তার পরিবার এবং রাব্বির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
গত সোমবার সকালে মেয়েটির এক আত্মীয় রাব্বিকে জানায়, মেয়েটির বিয়ে হয়ে গেছে। এ খবর শুনে রাব্বি মানসিকভাবে ভেঙে পড়ে। দুপুরে বাড়ির সবাই যখন বাইরে ছিল, তখন নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমার ভাইকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে। আমরা ওই পরিবারের বিচার দাবি করছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার পরিদর্শক নয়ন কুমার সরকার। তিনি জানান, ঘটনাটি জানার পরে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাবনায় পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদরাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে তিন শিক্ষার্থী। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তের বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।নিখোঁজ শিক্ষার্থীরা হলো- পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে শাপলা (১৫), হাবিব মিয়ার ছেলে আবির (৭) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা সবাই বিরুই নদীর পাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ৯ জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদরাসায় যাচ্ছিল। দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়।নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।চর আলগী গ্রামের বাসিন্দা ফিরোজ আশরাফ শান্ত বলেন, দীর্ঘদিন ধরে এই চর অঞ্চলের মানুষ একটি সেতুর জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু সেই দাবি এখনো বাস্তবায়ন হয়নি। প্রতিবছরই নৌকাডুবির ঘটনা ঘটছে। ভোরের আকাশ/আজাসা
জামালপুরের ইসলামপুরে (২০২৪-২০২৫) অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস ও চেক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।মঙ্গলবার (১ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস কর্তৃক আয়োজিত এই কার্যক্রমে উপজেলার ছয়টি নার্সারীর ছয় হাজার গাছের চারা ধ্বংস ও চেক বিতরণ করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেজুয়ান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান আখন্দ, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ অন্যরা।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা জানতে পেরেছি ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর এবং ফসল উৎপাদন ব্যাহত করে থাকে। আমরা ছয়টি নার্সারীর প্রায় ছয় হাজার গাছের চারা ধ্বংস ও ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছি।ভোরের আকাশ/জাআ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সদস্য নবায়ন, যাচাই-বাছাইকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজন মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।আহতরা হলেন, স্থানীয় ধানীসাফা ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি মো. সজিব হাওলাদার, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপি কর্মী মো. ছগির হোসেন (৪৫), সাবেক পৌর ছাত্রদল নেতা ইসতিহাক আহম্মেদ মিশাত, গুলিসাখালী ইউনিয়ন বিএনপি কর্মী নেতা মো. সোহাগ তালুকদার (৪০) ও টিকিকাটা ইউনিয়ন বিএনপি কর্মী মো. ইউসুফ খান ।প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (৩০ জুন ) রাতে মঠবাড়িয়া পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সদস্য নবায়ন ও যাচাই-বাছাই চলছিলো। এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিগত দিনে যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্তদের সদস্য ফর্ম পূরণ করানোর অভিযোগ ওঠে বহিস্কৃত রুহুল আমিন দুলাল ও পৌর বিএনপি আহ্বায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে। তালিকায় অনিয়মের বাধা দিলে বহিস্কৃত বিএনপি নেতা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমীন দুলালের ছোট ভাই মনিরুজ্জামান ছোট্টোর সাথে বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার ভাগ্নে মিশাত মিশুর সাথে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।পৌর বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবীর বলেন, কিছু সদস্য ফরম নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। আমি দেখি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মৃধার ভাগ্নে মিশাতকে উপস্থিত জনতা মারছেন। আমি গিয়ে ছাড়িয়ে দেই। আমি নিবৃত না করলে জনতার পায়ের নিচে পরে মারা যেতেন। বিষয়টি দলীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বিএনপির দুইগ্রুপের সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কোনো পক্ষ অভিযোগ করেননি।ভোরের আকাশ/আজাসা
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর দক্ষিণগ্রাম এলাকায় নিখোঁজের পাঁচ দিন পর টয়লেটের সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় ফেরদৌসী বেগম নয়ন (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টার দিকে স্থানীয়রা টয়লেটের সেপটিক ট্যাংকে বস্তাবন্দি মরদেহের সন্ধান পেয়ে বুড়িচং থানা পুলিশকে খবর দেন।পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি বেলা ১১টার দিকে নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের দক্ষিণ পাড়ার সৌদি প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী ফেরদৌসী বেগম নয়ন গত শুক্রবার (২৭ জুন) সকাল ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন। এর পর থেকে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী তাকে খুঁজে বেড়ালেও কোনো সন্ধান মেলেনি। পাঁচ দিন পর তার মরদেহ সেপটিক ট্যাংকে বস্তায় ভরা অবস্থায় পাওয়া গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।নিহতের ছেলে ইবুড়িচং, বস্তাবন্দী, মরদেহ উদ্ধারকরামুলসহ স্থানীয়দের অভিযোগ, ফেরদৌসী বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে।এ ঘটনায় পারিবারিক বিরোধের সূত্র ধরেই হত্যাকাণ্ডের কারণ থাকতে পারে বলে তাদের ধারণা। ঘটনাস্থল থেকে নিহতের দেবর আলমগীর হোসেন ও প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, দক্ষিণগ্রাম থেকে ফেরদৌসী বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।ভোরের আকাশ/জাআ