সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারী ২০২৬ ০৩:৫৯ পিএম
ছবি: ভোরের আকাশ
যৌথবাহিনীর সহযোগিতায় সাতকানিয়া উপজেলা ভূমি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামানের নেতৃত্বে পাহাড় কাটা রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে পাহাড় কর্তনের সুস্পষ্ট আলামত পাওয়া গেলেও ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ সময় দুস্কৃতরীরা একটি এসকেবেটর ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে যৌথবাহিনীর সহায়তায় এসকেবেটরটি অকেজো করে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, পাহাড় কাটা ও কৃষি জমির মাটি কর্তনের মতো অবৈধ কর্মকাণ্ড পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এসব অপরাধ দমনে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ভোরের আকাশ/আ.ব