ছবি : ভোরের আকাশ
বয়সের ভারে বিদায় নিতে হলো শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রারাসার জনপ্রিয় মোহ্তামিম হাফেজ মোঃ আবু ইউসুফকে। তাকে চোখের জলে বিদায় জানালো এলাকাবাসী, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। শুক্রবার (২৫ জুলাই) সন্ধায় মাদ্রাসা ম্যানেজিং কমিটি, ব্লু স্কাই স্পোর্টিং ক্লাব ও ছাত্র সমাজ মাদ্রাসার মাঠে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।
অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রারাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিতত্বে অনুষ্ঠিত এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। শিক্ষাবিদ সাইফুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, একজন গুণি শিক্ষক বিদায় নেয়ায় আমাদের এ এলাকার অনেক ক্ষতি হয়ে গেলো। ওনার আলোয় আলোকিত হয়েছে আমাদের এলাকার অনেক ছেলে। আমরা তার আদর্শকে ধরে রাখবো। এ অনুষ্ঠানটি আয়োজন করা একটি ভালো উদ্যোগ। প্রতিটি এলাকায় গুণীশিক্ষকদের সম্মানে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হলে আমাদের ছেলেদের মানষিকতার পরিবর্তন ঘটবে।
অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রারাসার নিজস্ব তহবিল না থাকলেও এলাকারবাসী, যুব ও ছাত্র সমাজ এবং মাদ্রাসার বর্তমান এবং সাবেক ছাত্ররা মিলে প্রায় সাড়ে তিন লাখ টাকা সংগ্রহ করে বিদায়ী এ গুণী শিক্ষককে অবসরকালীন অনুদান প্রদান করেন।
উল্লেখ্য, হাফেজ মোঃ আবু ইউসুফ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা থেকে এ এলাকায় এসে প্রায় ত্রিশ বছর আগে প্রতিষ্ঠা করেন অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রারাসাটি। এরপর থেকে অনেক কষ্টে পাঠদান করে এ এলাকায় ইসলাম ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়েছেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
চট্টগ্রামের মইজ্জারটেকে ২১ লাখ টাকা মূল্যের ২০৬ ঘনফুট পাহাড়ি অবৈধ কাঠ ও ট্রাকসহ দুইজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার (২৫ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক গোল চত্বর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানকালে উক্ত এলাকায় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে ২১ লাখ টাকা মূল্যের ২০৬ ঘনফুট অবৈধ পাহাড়ি কাঠ ও ট্রাকসহ দু’জন কাঠ পাচারকারীকে আটক করা হয়।জব্দকৃত আলামত এবং আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।ভোরের আকাশ/এসএইচ
গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপির ৪,৫,৬ নং ওয়ার্ড বিএনপির কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ জুলাই) বিকালে ১৬ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য বৈরাগীর চালা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু বলেন, বিএনপির বিরুদ্ধে নানান জনে নানা কথা বলে কিন্তু আজকের এ সভা কি প্রমান করে? বিএনপির জনপ্রিয়তা একটু কমে নাই। তাই এ কর্মী সভা জনসভায় পরিনত হয়েছে।তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি অনুকরণ করা আর চলবে না। আওয়ামী লীগের রাজনীতি বিদায় হয়েছে। একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এরা ছাত্রলীগ থেকে ছাত্র শিবির হয়েছে। আওয়ামিলীগকে যারা প্রশ্রয় দিবে তাদের আমরা সম্মিলিত ভাবে প্রতিহিত করবো। খুটি গারা জমি দখল করার রাজনীতি চলবে না। যারা ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে।পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি ও যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারির পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন ওলামাদলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস এম রুহুল আমিন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, সদস্য মোসলেহ উদ্দিন ও এস এম মাহফুল হাসান হান্নান, আবুল হোসেন প্রধান, সাইফুল মোল্লা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।ভোরের আকাশ/এসএইচ
অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যানঘাট এলাকা। আজ দুপুর আড়াইটায় অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যানঘাট এলাকা। অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে টানা দ্বিতীয় দিনের মতো প্লাবিত হয়েছে নোয়াখালীর উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। এতে জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে নতুন করে বৃষ্টিপাতের কারণে জেলার মূল ভূখণ্ডেও জলাবদ্ধতা বেড়েছে।শনিবার (২৬ জুলাই) দুপুরে সরেজমিনে হাতিয়ার হরণী ইউনিয়নের চেয়ারম্যানঘাট এলাকায় গিয়ে দেখা যায়, মেঘনার ঢেউয়ে হরণী ইউনিয়নের চতলারঘাট ও আশপাশের এলাকা পানিতে ডুবে গেছে। জোয়ারের তোড়ে ভেঙে গেছে সাত-আটটি দোকানঘর। চেয়ারম্যানঘাটের মাছঘাটও নদীতে বিলীন হওয়ার পথে।স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, গত ২৯ মে ঝড় ও জোয়ারে মাছঘাটের একাংশ নদীতে বিলীন হয়। এবার টানা দুই দিনের জোয়ারে অর্ধেকের বেশি অংশ ভেঙে গেছে। ইলিশ মৌসুমে ব্যবসা টিকিয়ে রাখা এখন কঠিন হয়ে পড়েছে।হাতিয়ার সুখচর এলাকার বাসিন্দা মো. শামীমুজ্জামান বলেন, সুখচর, চর আমান উল্লাহসহ আশপাশের এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। হাজারো মানুষ চরম দুর্ভোগে রয়েছে।হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, নিঝুম দ্বীপসহ উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তুপানিয়া, আল-আমিন গ্রাম ও নলচিরায় বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী বলেন, অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে উচ্চ জোয়ারে তুপানিয়া, আল-আমিন গ্রাম ও নলচিরা এলাকায় প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।জেলা শহর-সদরেও জলাবদ্ধতা : গত দুই দিনের বৃষ্টিপাতে জেলা শহর মাইজদীসহ সদর, বেগমগঞ্জ, সেনবাগ ও কবিরহাট উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। আজ বিকেলে মাইজদীর জজ আদালত-সংলগ্ন সড়ক, আদালত প্রাঙ্গণ, রেড ক্রিসেন্ট কার্যালয়সহ আশপাশের এলাকায় পানি জমে থাকতে দেখা গেছে। বেগমগঞ্জ উপজেলার একলাশপুর, চৌমুহনী পৌরসভা, হাজীপুর, রসুলপুর ও কাদিরপুর এলাকার অনেক গ্রামীণ সড়ক ও বসতবাড়িতে পানি ঢুকে পড়ে আছে।চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার বাসিন্দা মোতাছিম বিল্লাহ বলেন, পানি নামছে ধীরে। ৮ নম্বর ওয়ার্ডের অনেক মানুষ এখনো পানিবন্দী। সড়ক ডুবে থাকায় চলাচল কষ্টকর হয়ে পড়েছে।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, নিম্নাঞ্চলগুলোতে কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। পানি নিষ্কাশনে কাজ চলছে।জেলা আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত মাইজদীতে ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।তিনি বলেন, অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।ভোরের আকাশ/এসএইচ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্ত থেকে প্রায় ছয় কোটি টাকার ৩১টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। তবে পাচারকারী ব্যক্তি ভারতে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।শনিবার (২৬ জুলাই) ভোরে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্তে অভিযান চালিয়ে এসব সোনার বার উদ্ধার করা হয়। বিষয়টি দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক।তিনি জানান, কুমিল্লাপাড়া বিওপি টহল দল ভোরে সীমান্ত এলাকায় টহলে ছিল। এ সময় এক ব্যক্তিকে তিনটি পোটলা নিয়ে সীমান্তের দিকে যেতে দেখা যায়। বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি পোটলা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যান। পরে পোটলাগুলো তল্লাশি করে ৪ কেজি ২০৩ দশমিক ১১ গ্রাম ওজনের মোট ৩১টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার টাকা।বিজিবি কর্মকর্তা জানান, উদ্ধার করা সোনার বারগুলো মহেশপুর থানায় জিডি করে আইনগত প্রক্রিয়া শেষে ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।ভোরের আকাশ/এসএইচ