গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারী ২০২৬ ১১:৩২ এএম
ছবি-ভোরের আকাশ
গাইবান্ধায় গাছ কাটার সময় গাছ চাপা পড়ে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকেই গাছ কাটায় জড়িত গাছ মালিক মতিয়ার রহমান ও তার সহযোগী মধু মিয়া এবং সাত্তার মিয়াসহ অভিযুক্তরা পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান।
এরআগে সন্ধ্যার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খামার রঘুনাথপুর (আব্বাসের মোড়) গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত দুই বোন হলেন- ফিয়া মনি (১১) ও জান্নাতি খাতুন (দেড় বছর)। তারা ওই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। ফিয়া মনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। সে আজই বিদ্যালয়ের থেকে নতুন বই নিয়ে এসেছিল বাড়িতে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, খামার রঘুনাথপুর গ্রামের মতিয়ার মিয়ার বাড়ির সীমানা সংলগ্ন ঝোপঝাড়ে ঘেরা বিভিন্ন গাছের মধ্যে একটি বড় ও পুরনো চাগুয়ার গাছ ছিল। বৃহস্পতিবার বিকেল থেকে গাছ মালিক মতিয়ার রহমান, মধু মিয়া ও সাত্তার মিয়াসহ ৩–৪ জন মিলে গাছটি কাটতে শুরু করেন।
স্থানীয়দের অভিযোগ, গাছ কাটার সময় কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। গাছ কোন দিকে পড়বে তা নির্ধারণ করা হয়নি, গাছে কোনো রশি বাঁধা ছিল না এবং প্রয়োজনীয় সতর্কতাও অবলম্বন করা হয়নি। একপর্যায়ে সন্ধ্যার দিকে গাছের গোড়া কাটতেই প্রায় ৪০ ফুট উচ্চতার গাছটি হুড়মুড়িয়ে দক্ষিণ দিকে ভেঙে পড়ে। এতে বাড়ির সীমানা ঘেরা টিনের বেড়া ভেঙে গাছটি পাশের ফসলি জমির ওপর আছড়ে পড়ে। ওই স্থানটি চলাচলের রাস্তা ও ফাঁকা জমি হওয়ায় সেখানে অবস্থান করছিল দুই শিশু বোন। মুহূর্তের মধ্যেই তারা গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
নিহতদের স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার পর বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়। গাছের ডালপালা ও পাতা দিয়ে চাপা পড়া স্থান ঢেকে রাখা হয়। সন্ধ্যার পর শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গাছের নিচে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
স্বজনরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে বাবা ফরিদ মিয়া তার দুই মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের মোড়ের দোকান থেকে আলু ও সয়াবিন তেল কিনে বাড়ি ফেরেন। পরে শিশু দুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা অভিযোগ করেন, দুর্ঘটনার পর গাছ কাটায় জড়িতরা শিশুদের ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এ সময় দা ও কুড়াল দিয়ে টিনের বেড়া ও ডালপালা কেটে রক্তাক্ত অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের সময় স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, 'গাছের চাপায় ১১ বছর ও দেড় বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মরদেহ থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
ভোরের আকাশ/এসএইচ