আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫ ০৫:০৫ পিএম
আমতলীতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারে আমতলীতে লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে শাখারিয়া বাসস্ট্যান্ড থেকে মিছিলসহকারে লিফলেট বিতরণ শুরু হয়। পরে আমতলী-কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট, পৌর শহরের একে স্কুল, ডাকবাংলো সড়ক, ফেরিঘাট, আলহেলাল মোড় ও বাঁধঘাট চৌরাস্তা এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
প্রয়াত বিএনপি মহাসচিব অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেনের সাবেক এপিএস ও আমতলী-তালতলী আসনে মনোনয়ন প্রত্যাশী ওমর আব্দুল্লাহ শাহীনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
লিফলেট বিতরণ শেষে আমতলী চৌরাস্তা মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. ফজলুল হক মাষ্টার এবং প্রধান বক্তা ছিলেন ওমর আব্দুল্লাহ শাহীন।
ওমর আব্দুল্লাহ শাহীন তার বক্তব্যে বলেন, "গত ১৭ বছরে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের অধীনে নানা নির্যাতন সহ্য করেছি, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছি, গুমের শিকার হয়েছি। তবে আল্লাহর রহমতে ও জনগণের দোয়ায় বেঁচে আছি। এখন সময় এসেছে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র মেরামতের।"
প্রধান অতিথি ফজলুল হক মাষ্টার বলেন, "দেশকে সুন্দর ও সুশৃঙ্খল করতে হলে প্রথমেই নিজেদের শুদ্ধ হতে হবে। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন শেষ হলেও প্রশাসনে তার প্রেতাত্মারা এখনও সক্রিয়। তাদের হটিয়ে তারেক রহমানের নেতৃত্বে সঠিক রাষ্ট্র গঠনে এগিয়ে যেতে হবে।"
পথসভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক কবির উদ্দিন ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হিরু, তারিকুল ইসলাম টারজান, মহিউদ্দিন স্বপনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। কর্মসূচিতে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জাআ