খুলনা ব্যুরো
প্রকাশ : ১৯ মে ২০২৫ ০৭:৪৪ পিএম
শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে ৫ দফা দাবীতে কর্মবিরতি অব্যাহত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্চিতের ঘটনার বিচারসহ পাঁচ দফা দাবিতে ভিসির কার্যালয়ে একঘন্টা অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষকরা।
সোমবার (১৯ মে) দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুয়েটের প্রশাসনিক ভবেনের সামনে ও উপাচার্যের কার্যালয়ে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষকরা এ কর্মসূচী পালন করেন। এছাড়া শিক্ষক সমিতির ডাকে টানা ক্লাশ-পরীক্ষা বর্জন এবং প্রশাসনিক কাজ বন্ধ কর্মসূচী অব্যাহত রয়েছে। আগামীকাল মঙ্গলবার একই দাবীতে সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভিসির কার্যালয়ে অবস্থান করবে শিক্ষকরা।
এরআগে রোববার সংঘর্ষ ও শিক্ষক লাঞ্চিতের ঘটনায় জড়িতদের বিচারিক কার্যক্রম সোমবার দুপুর ১২টার মধ্যে শেষ করতে আল্টিমেটাম দিয়েছিল শিক্ষক সমিতি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন সন্তোষজনক সিদ্ধান্ত না নেওয়ায় উপাচার্যের কার্যালয়ে শিক্ষকরা অবস্থান ধর্মঘট পালন করে।
অবস্থান কর্মসূচী শেষে কুয়েট শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক ড. ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, ফেব্রুয়ারী মাসে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে অচল অবস্থা চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারছে না। কুয়েটে নতুন প্রশাসন এসে কার্যক্রম শুরু করে ছিলেন। হঠাৎ করে মাঝপথে থেমে আছেন, যেটা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম জিম্মি হয়ে পড়েছে। কুয়েট প্রশাসন বর্তমানে সম্মপূর্ণ নিরব রয়েছে, যে কারণে আমাদের আন্দোলনে নামতে হয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা শিক্ষকদের আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছেন।
শিক্ষার্থীরা বলেন, শিক্ষকদের যে কোনো কর্মসূচিতে তাদের সমর্থন রয়েছে। গুটি কয়েক শিক্ষার্থীর জন্য তাদের শিক্ষাক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃংখলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনার সাথে জড়িতদের বিচারসহ ৫দফা দাবীতে গত ০৫মে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে কুয়েট শিক্ষক সমিতি।
ভোরের আকাশ/এসআই