বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ০১:২৩ এএম
গায়ক নোবেলকে কারাগারে বসেই বিয়ের নির্দেশ আদালতের
ধর্ষণের অভিযোগে কারাবন্দি গায়ক মাইনুল আহসান নোবেলকে মামলার বাদী ও ইডেন কলেজের সাবেক এক শিক্ষার্থীর সঙ্গে রেজিস্ট্রি বিয়ের অনুমতি দিয়েছেন আদালত। উভয়পক্ষের সম্মতির ভিত্তিতে এই বিয়ে সম্পন্ন করতে কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে আসামি পক্ষের আইনজীবী এ বিষয়ে একটি আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে বিয়ের অনুমতি দেন।
আবেদনে উল্লেখ করা হয়, গত ২০ মে থেকে নোবেল কারাগারে আছেন। বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলাটি দায়ের হয় এবং বর্তমানে তারা উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক। সেই প্রেক্ষিতে আদালতের অনুমতি চাওয়া হয়।
এর আগে গত ১৯ মে রাতে রাজধানীর ডেমরা এলাকার একটি বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। ইডেন কলেজের ওই সাবেক শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ডেমরা থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় নোবেলের। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ গড়ে ওঠে। ২০২৪ সালের ১২ নভেম্বর, স্টুডিও দেখানোর কথা বলে নোবেল ওই তরুণীকে মোহাম্মদপুর থেকে ডেমরায় নিজের বাসায় নিয়ে যান।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, বাসায় যাওয়ার পর তিনি চলে যেতে চাইলে নোবেল ও তার অজ্ঞাতনামা সহযোগীরা তাকে জোরপূর্বক একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন এবং মোবাইলে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে বাধ্য করা হয় চুপ থাকতে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তরুণীর বাবা-মা বিষয়টি জানতে পারেন এবং খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জাতীয় জরুরি সেবায় ফোন করলে পুলিশের সহায়তায় তিনি মুক্ত হন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে এবং নোবেল কারাবন্দি। তবে আদালতের নির্দেশনার ভিত্তিতে বাদী ও আসামির মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ//হ.র