“আমি হিন্দি সিনেমা ও ভারত মিস করছি”:প্রিয়াঙ্কা চোপড়া
বলিউড ও আন্তর্জাতিক মঞ্চের সুপরিচিত তারকা প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি জানান, তিনি দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমা এবং নিজ দেশ ভারতকে গভীরভাবে মিস করছেন। এ বছর তিনি আবারও ভারতীয় সিনেমায় ফিরে আসছেন বলে ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।
‘হেডস অফ স্টেট’ সিনেমার প্রচারণার সময় ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, “আমি হিন্দি সিনেমা মিস করি এবং ভারতকেও খুব মিস করি। এ বছর ভারতে কাজ করছি, এটা নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। ভারতীয় সিনেমার দর্শকদের কাছ থেকে সবসময়ই ভালোবাসা পেয়েছি, আশা করি সেটি আগামীতেও থাকবে।”
এর আগে মার্চে হোলির দিনে দক্ষিণ ভারতীয় বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির সিনেমা ‘এসএসএমবি২৯’-এর সেটে উপস্থিত থেকে উৎসব উদযাপন করেছেন প্রিয়াঙ্কা। সেই রঙিন মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,
“এটা আমাদের জন্য একটি কাজের হোলি! সবাইকে শুভ হোলির শুভেচ্ছা।”
অন্যদিকে, জাপানে ‘আরআরআর’ সিনেমার স্ক্রিনিংয়ে অংশ নেওয়ার সময় রাজামৌলি ‘এসএসএমবি২৯’ সম্পর্কে জানান, “আমরা সিনেমাটির স্ক্রিপ্ট তৈরি করেছি এবং প্রি-প্রোডাকশনের কাজ চলছে। পুরো কাস্ট এখনও চূড়ান্ত হয়নি। শুধু প্রধান চরিত্রে মহেশ বাবুকে ফাইনাল করেছি, যিনি একজন তেলেগু অভিনেতা এবং দেখতে দারুণ সুদর্শন। মুক্তির সময় আমি তাকে জাপানে নিয়ে আসব এবং আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব।”
এ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করবেন মালায়লাম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারণ। তবে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এদিকে প্রিয়াঙ্কা বর্তমানে ‘হেডস অফ স্টেট’ সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইলিয়া নাইশুলার পরিচালনায় নির্মিত এই সিনেমাটি প্রাইম ভিডিওতে ২ জুলাই মুক্তি পেয়েছে। এতে প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছেন জন সিনা, ইদ্রিস এলবা, প্যাডি কনসিডাইন, স্টিফেন রুট, কার্লা গুগিনো, জ্যাক কোয়েড ও সারা নাইলসসহ অন্যান্য নামকরা অভিনেতারা।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি নিউ ইয়র্কে ছুটি কাটানোর সময় হাজির হন নতুন টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ। যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এই শোতে তার সঙ্গে সরাসরি আড্ডা হয়।শোয়ের প্রথম পর্বে তিশা তার ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জন ও সত্য তুলে ধরেন। উপস্থাপক জায়েদ খান জানতে চান, তার দুই বিয়ে নিয়ে ওঠা গুজবের ব্যাপারে কি বলবেন তিনি। তিশা সরাসরি বলেন, “আমার নাকি ২টা বিয়ে হয়েছে। ৩ নম্বর বিয়ের খবরের জন্য অনুসন্ধান চলছে। এছাড়া আমার একটি সন্তান আছে, যাকে আমি দাদির কাছে লুকিয়ে রেখেছি। এসব গুজব শুনে হাসি পায়।”তারপর প্রশ্ন করা হয়, পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান? তিশা জবাব দেন, “আই উইল বি অ্যা মাদার। এর মধ্যে আমি বিয়ে করবো, মা হবো।”তিশা আরও জানান, “মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফও সমান গুরুত্বপূর্ণ। তাই সেটা এড়িয়ে চলা যায় না, লুকানোরও কিছু নেই।”এভাবে নিজের ব্যক্তিগত জীবনের খোলামেলা কথা বলায় দর্শকদের মধ্যেও তিশার প্রতি আস্থা ও ভালোবাসা আরও বেড়েছে।ভোরের আকাশ//হ.র
বলিউড ও আন্তর্জাতিক মঞ্চের সুপরিচিত তারকা প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি জানান, তিনি দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমা এবং নিজ দেশ ভারতকে গভীরভাবে মিস করছেন। এ বছর তিনি আবারও ভারতীয় সিনেমায় ফিরে আসছেন বলে ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।‘হেডস অফ স্টেট’ সিনেমার প্রচারণার সময় ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, “আমি হিন্দি সিনেমা মিস করি এবং ভারতকেও খুব মিস করি। এ বছর ভারতে কাজ করছি, এটা নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। ভারতীয় সিনেমার দর্শকদের কাছ থেকে সবসময়ই ভালোবাসা পেয়েছি, আশা করি সেটি আগামীতেও থাকবে।”এর আগে মার্চে হোলির দিনে দক্ষিণ ভারতীয় বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির সিনেমা ‘এসএসএমবি২৯’-এর সেটে উপস্থিত থেকে উৎসব উদযাপন করেছেন প্রিয়াঙ্কা। সেই রঙিন মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,“এটা আমাদের জন্য একটি কাজের হোলি! সবাইকে শুভ হোলির শুভেচ্ছা।”অন্যদিকে, জাপানে ‘আরআরআর’ সিনেমার স্ক্রিনিংয়ে অংশ নেওয়ার সময় রাজামৌলি ‘এসএসএমবি২৯’ সম্পর্কে জানান, “আমরা সিনেমাটির স্ক্রিপ্ট তৈরি করেছি এবং প্রি-প্রোডাকশনের কাজ চলছে। পুরো কাস্ট এখনও চূড়ান্ত হয়নি। শুধু প্রধান চরিত্রে মহেশ বাবুকে ফাইনাল করেছি, যিনি একজন তেলেগু অভিনেতা এবং দেখতে দারুণ সুদর্শন। মুক্তির সময় আমি তাকে জাপানে নিয়ে আসব এবং আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব।”এ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করবেন মালায়লাম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারণ। তবে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।এদিকে প্রিয়াঙ্কা বর্তমানে ‘হেডস অফ স্টেট’ সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইলিয়া নাইশুলার পরিচালনায় নির্মিত এই সিনেমাটি প্রাইম ভিডিওতে ২ জুলাই মুক্তি পেয়েছে। এতে প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছেন জন সিনা, ইদ্রিস এলবা, প্যাডি কনসিডাইন, স্টিফেন রুট, কার্লা গুগিনো, জ্যাক কোয়েড ও সারা নাইলসসহ অন্যান্য নামকরা অভিনেতারা।ভোরের আকাশ//হ.র
জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী রাফিয়াত রশিদ মিথিলা সম্প্রতি এক পডকাস্টে তার ব্যক্তিগত জীবনের কঠিন এক অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। ১১ বছর দীর্ঘ দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছিল ২০১৭ সালের অক্টোবর মাসে, যখন তিনি ও তার স্বামী তাহসান খান আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।২০০৬ সালের ৩ আগস্ট তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি কন্যাসন্তান, আইরা তেহরীম খান। বিচ্ছেদের সময় মিথিলা জানান, এই সিদ্ধান্ত মেনে নেওয়া ছিল তার জন্য সবচেয়ে কঠিন বিষয়। তখন তিনি তরুণী এবং এক বছরের একমাত্র সন্তানের মা। "আমি ভেবেছিলাম, হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, বিচ্ছেদ পর্যন্ত গড়াবে না," বলেন মিথিলা।তিনি আরও জানান, "বিচ্ছেদ বা সম্পর্ক ভেঙে যাওয়া কখনোই সহজ নয়। তখন আমি মানসিকভাবে এত দৃঢ় ছিলাম না বড় কোনো সিদ্ধান্ত নিতে। আমার এক বছরের সন্তান ছিল, তাই নিজের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল।"মিথিলা বলেন, "২৩ বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবে ভেবে এসেছিলাম। হঠাৎ জীবনটা পুরো বদলে গেল। শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকে আমি ভবিষ্যৎ দেখতাম, কিন্তু বুঝলাম সেটা আমার জায়গা নয়।"তিনি নিজেও চাকরি করতেন, তবে ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক স্বাধীনতা ছিল সীমিত। "আমার কোনো গাড়ি ছিল না, অথচ আমি গাড়িতে চলাফেরার অভ্যস্ত ছিলাম, আমার সন্তানও তাই ছিল। তখন বুঝলাম জীবনে নিজের জায়গা থাকা কত জরুরি," মিথিলা বলেন।এই অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, নারীর অর্থনৈতিক স্বাধীনতা অপরিহার্য। "মেয়েদের নিজেদের জায়গা বলতে কিছু থাকে না—কখনো শ্বশুরবাড়ি, কখনো বাবার বাড়ি। এখন আমার নিজের জায়গা আছে। মেয়েদের সবার আগে অর্থনৈতিক স্বাধীনতা দরকার। তা না হলে জীবনের বড় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে," যোগ করেন তিনি।২০১৫ সালে তারা আলাদা থাকতে শুরু করেন, এবং মিথিলা দীর্ঘ সময় চেষ্টা করেন সম্পর্ক টিকিয়ে রাখার। তবে অবশেষে ২০১৭ সালে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।তাহসান ও মিথিলা একসঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় নাটক যেমন ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘মধুরেন সমাপয়েত’, যেগুলো দর্শকের ভালোবাসা পেয়েছে। তারা একসঙ্গে গানও গেয়েছেন।মিথিলার এই খোলামেলা কথাগুলো অনেকের কাছে এক অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন ভক্তরা।ভোরের আকাশ//হ.র
ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং গড়লেন ইতিহাস। বিশ্বখ্যাত সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে সর্বাধিক অনুসারীর সংখ্যা নিয়ে তিনিই এখন বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পী। ২০২৫ সালের ১ জুলাই পর্যন্ত তার অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ মিলিয়ন, যা তাঁকে টেলর সুইফট, এড শিরান, বিলি আইলিশ এবং কে-পপ ব্যান্ড বিটিএসের চেয়ে এগিয়ে দিয়েছে।স্পটিফাইয়ের শীর্ষ শিল্পীদের তালিকায় বর্তমানে রয়েছে:অরিজিৎ সিং: ১৫১ মিলিয়নটেলর সুইফট: ১৩৯ মিলিয়নএড শিরান: ১২১ মিলিয়নবিলি আইলিশ: ১১৪ মিলিয়নদ্য উইকেন্ড: ১০৭.২ মিলিয়নআরিয়ানা গ্রান্দে: ১০৫.৮ মিলিয়নএমিনেম: ১০১.৭ মিলিয়নবিটিএস: প্রায় ৮০ মিলিয়ন২০১৯ সালে ভারতে স্পটিফাই চালুর মাত্র ছয় বছরে অরিজিৎ সিং এশিয়া থেকে উঠে এসে আন্তর্জাতিক সঙ্গীত জগতে নিজের অবস্থান সুদৃঢ় করলেন। তিনি শুধু গায়ক নন, সফল সুরকার ও সংগীত প্রযোজক হিসেবেও ব্যাপক পরিচিত।গত বছর, ২০২৪ সালে, তার গাওয়া বেশ কিছু গান শ্রোতাদের হৃদয় জয় করেছে। বিশেষ করে ‘তুম হি হো’, ‘কেশরিয়া’, ‘তুম কেয়া মিলে’, ‘ধুন’ (সাইয়ারা সিনেমা) ও ‘জানে তু’ (ছাবা সিনেমা) গানগুলো বছরের সর্বাধিক স্ট্রিমিং তালিকায় শীর্ষে ছিল।২০২৩ সালের আগস্ট মাসেও অল্প সময়ের জন্য অরিজিৎ টেলর সুইফটকে ছাড়িয়ে যান। তবে ২০২৪ সাল থেকে স্থায়ীভাবে শীর্ষে থাকেন এবং ২০২৫ সালের জুলাইয়ে তার অবস্থান আরও দৃঢ় হয়েছে।অরিজিৎ সিংয়ের এই সাফল্য ভারতীয় সংগীতের গৌরব হয়ে থাকবে বিশ্ব দরবারে।ভোরের আকাশ//হ.র