× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলে নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবি বিরোধী নেতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ০৫:৩৭ এএম

ইসরায়েলে নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবি বিরোধী নেতার

ইসরায়েলে নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবি বিরোধী নেতার

গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—এমন অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেছেন ইসরায়েলের বিরোধী নেতা ইয়াইর গোলান। শনিবার (১৩ জুলাই) এক এক্স (সাবেক টুইটার) পোস্টে ডেমোক্র্যাটিক পার্টির এই নেতা বলেন, “জীবন বাঁচাতে ও দেশকে রক্ষা করতে হলে এই সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে।”

গোলান আরও দাবি করেন, মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস–এর সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনেই প্রমাণ মিলেছে যে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার ডানপন্থি মন্ত্রীরা—অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির—রাজনৈতিক স্বার্থে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির সম্ভাবনাগুলো ইচ্ছাকৃতভাবে ব্যর্থ করে দিয়েছেন।

তিনি বলেন, “এই চুক্তি বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছেন নেতানিয়াহু এবং তার উগ্রপন্থি মন্ত্রিসভার সদস্যরা। সেনা ও বন্দিদের জীবন তাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ তাদের মন্ত্রীত্ব ও রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখা।”

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ জানিয়ে গোলান আরও বলেন, “নেতানিয়াহু, স্মোত্রিচ ও বেন গাভির হলো এক চরমপন্থি সংখ্যালঘু গোষ্ঠী, যারা পুরো দেশকে এক নির্মম নরকের পথে ঠেলে দিচ্ছে। শান্তি প্রচেষ্টা বারবার বানচাল করে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার রাজনৈতিক খেলায় মেতে উঠেছে।”

বিরোধী নেতার এই মন্তব্য এমন এক সময় এসেছে, যখন নিউইয়র্ক টাইমস তাদের এক অনুসন্ধান প্রতিবেদনে জানায়, গাজা যুদ্ধ দীর্ঘায়িত করার সিদ্ধান্ত ছিল মূলত রাজনৈতিক। প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু ও তার জোটসঙ্গীরা গাজায় যুদ্ধ ও মানবিক সংকট অব্যাহত রেখে নিজেদের ক্ষমতা ও জনসমর্থন ধরে রাখার কৌশল নিয়েছেন।

এদিকে বন্দি বিনিময় চুক্তি দ্রুত কার্যকরের দাবিতে শনিবার রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধ করে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান।

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের ওপর দেশজুড়ে চাপ এবং জনরোষ দিন দিন বাড়ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 বিশ্ব যুব দক্ষতা দিবস আজ

বিশ্ব যুব দক্ষতা দিবস আজ

সংশ্লিষ্ট

ভারত-চীনের সম্পর্কে উন্নতির বার্তা দিলেন জয়শঙ্কর

ভারত-চীনের সম্পর্কে উন্নতির বার্তা দিলেন জয়শঙ্কর

সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৮৯, উদ্বেগ বাড়ছে দক্ষিণাঞ্চলে

সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৮৯, উদ্বেগ বাড়ছে দক্ষিণাঞ্চলে

ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, রাশিয়ার ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, রাশিয়ার ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

“এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দিন” — ব্রিটিশ সরকারকে ৬০ এমপির খোলা চিঠি

“এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দিন” — ব্রিটিশ সরকারকে ৬০ এমপির খোলা চিঠি