× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ০৫:৩৮ এএম

ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

পশ্চিম ইরানে ইসরায়েলের চালানো এক বিমান হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা ফারস এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১৬ জুন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি জেট বিমান ছয়টি বোমা বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা ভবনের দরজা ও জানালায় আঘাত হানে। এতে বৈঠকে উপস্থিত কর্মকর্তারা গুরুতর ঝুঁকির মুখে পড়েন। তবে জরুরি হ্যাচ ব্যবহার করে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ, বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই এবং অন্য কর্মকর্তারা নিরাপদে বের হয়ে আসেন। এ সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ানসহ কয়েকজন সামান্য আহত হন।

সম্প্রতি মার্কিন উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “তারা আমাদের বৈঠকের সুনির্দিষ্ট অবস্থান জানত, এবং সেখানেই হামলা চালিয়েছিল। এটা সম্ভব হয়েছে আমাদের অভ্যন্তরেই কারও মাধ্যমে তথ্য ফাঁস হওয়ার কারণে।”

হামলায় ইসরায়েলের সুনির্দিষ্ট অবস্থান শনাক্তের বিষয়টি সামনে আসার পর ইরানের নিরাপত্তা কর্তৃপক্ষও ধারণা করছে, ঘটনাস্থলের তথ্য হয়তো দেশটির অভ্যন্তর থেকেই ফাঁস হয়েছে।

এর আগে ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছিল, তেহরানের পশ্চিমাংশে শাহরাক-ই ঘার্ব এলাকায় ওই হামলা হয়। যদিও হামলার সুনির্দিষ্ট স্থান এখনো নিশ্চিত করা যায়নি।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর শীর্ষ কর্মকর্তা মহসেন রেজায়ি বলেন, “ইসরায়েল সত্যিই কাউন্সিল বৈঠকের স্থানে হামলা চালিয়েছিল, তবে কাউন্সিলের কেউ গুরুতর আহত হননি।”

উল্লেখযোগ্যভাবে, গত জুন মাসে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন আইআরজিসি প্রধান জেনারেল হোসেইন সালামি, ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান জেনারেল আমির আলি হাজিজাদেহ এবং সশস্ত্র বাহিনীর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ বাঘেরি।

তবে ইসরায়েল জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল না ইরানের রাজনৈতিক নেতৃত্বকে হত্যা করা। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, “এই যুদ্ধে আমাদের উদ্দেশ্য কোনো শাসনব্যবস্থা বদলানো নয়।”

জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। প্রায় ৫০০ ব্যালিস্টিক মিসাইল ও ১১০০ ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত করে তারা। এতে ইসরায়েলে অন্তত ২৮ জন নিহত ও ৩ হাজারেরও বেশি মানুষ আহত হন।

এই উত্তেজনার মধ্যেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে জানান, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা বাতিল করেছিলেন। অন্যদিকে ইসরায়েল জানায়, তারা খামেনির অবস্থান জানত না।

তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 বিশ্ব যুব দক্ষতা দিবস আজ

বিশ্ব যুব দক্ষতা দিবস আজ

সংশ্লিষ্ট

ভারত-চীনের সম্পর্কে উন্নতির বার্তা দিলেন জয়শঙ্কর

ভারত-চীনের সম্পর্কে উন্নতির বার্তা দিলেন জয়শঙ্কর

সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৮৯, উদ্বেগ বাড়ছে দক্ষিণাঞ্চলে

সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৮৯, উদ্বেগ বাড়ছে দক্ষিণাঞ্চলে

ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, রাশিয়ার ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, রাশিয়ার ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

“এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দিন” — ব্রিটিশ সরকারকে ৬০ এমপির খোলা চিঠি

“এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দিন” — ব্রিটিশ সরকারকে ৬০ এমপির খোলা চিঠি