আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ০২:২২ এএম
লিবিয়ায় মানবপাচারকারীদের হাত থেকে শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর আজদাবিয়ায় মানবপাচারকারীদের হাতে জিম্মি থাকা শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার এক বিবৃতিতে লিবিয়ার অ্যাটর্নি জেনারেল এই তথ্য জানিয়েছেন।
উদ্ধারকৃতদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন। পাচারকারীরা তাদের জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছিল। একই সঙ্গে তাদের ওপর চালানো হচ্ছিল শারীরিক নির্যাতন।
এই ঘটনায় লিবিয়া, সুদান ও মিসরের পাঁচ নাগরিককে পাচারকারী সন্দেহে আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে কবে থেকে এই অভিবাসনপ্রত্যাশীরা বন্দি ছিলেন এবং তারা কোন কোন দেশের নাগরিক— সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে মানুষ ক্ষুধা, দারিদ্র্য ও সংঘাত এড়াতে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করে। এই যাত্রায় লিবিয়া তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে এই পথে মানবপাচারকারীদের খপ্পরে পড়ার ঝুঁকিও থাকে ব্যাপক।
শুধু পাচারের নয়, মানবপাচারকারীদের হাতে শারীরিক নির্যাতন ও মৃত্যুর ঘটনাও লিবিয়ায় নতুন নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির কুফরা শহরের পার্শ্ববর্তী মরুভূমির একটি গণকবর থেকে ২৮ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিলখারা এলাকা থেকেও আরেকটি গণকবর থেকে ১৯টি মরদেহ উদ্ধার করে পুলিশ।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত লিবিয়ায় আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ৮ লাখ ২৫ হাজার অভিবাসনপ্রত্যাশী অবস্থান করছেন। তাদের বেশিরভাগই ইউরোপে যাওয়ার চেষ্টায় লিবিয়াকে রুট হিসেবে ব্যবহার করছেন।
সূত্র: লিবিয়া অ্যাটর্নি জেনারেল, জাতিসংঘ
ভোরের আকাশ//হ.র