নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ০৪:০১ পিএম
ফাইল ছবি
বাংলাদেশ পুলিশের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্বে থাকা ৭৬ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করে বদলি বা পদায়ন করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ওএসডি পদে থাকা এসব ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের হঠাৎ বদলিকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে নানা আলোচনা চলছে। সাধারণত ওএসডি অবস্থায় থাকা কর্মকর্তারা কোনো নির্দিষ্ট দায়িত্ব পালন করেন না।
জননিরাপত্তা বিভাগের সূত্রে জানা যায়, এ পর্যন্ত তারা ঢাকায় অবস্থান করতেন এবং বিভিন্ন গোপন বৈঠকে সরকারের বিরোধিতামূলক বিষয়ে আলোচনা করতেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে।
এছাড়াও তাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ গোপন নথি ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন মহলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এই পরিস্থিতিতে জননিরাপত্তা বিভাগ ৭৬ পুলিশ কর্মকর্তাকে দেশের বিভিন্ন রেঞ্জ, জেলা ও ইউনিটে সরিয়ে দেয়া হয়েছে, যাতে তারা ঢাকায় মিলিত হয়ে কোনো গোপন ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে। তবে সংশ্লিষ্ট ইউনিটগুলোতে সংযুক্ত হওয়া অধিকাংশ কর্মকর্তার কার্যত কোনো সক্রিয় দায়িত্ব নেই এবং তাদের অবস্থা এখনও ওএসডির মতোই।
এর মধ্যে কয়েকজন গত বছর ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন। যদিও পুলিশ সদর দপ্তর দাবি করেছে, পলাতক কর্মকর্তাদের পূর্ণাঙ্গ তালিকা তারা ইতোমধ্যেই জননিরাপত্তা বিভাগে পাঠিয়েছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ওএসডি থাকা কর্মকর্তাদের সংযুক্তি বিষয়ে সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। পলাতক ও কর্মস্থলে অনুপস্থিতদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বদলিকৃত ৭৬ কর্মকর্তার মধ্যে ১১ জন উপমহাপরিদর্শক রয়েছেন।
তাদের মধ্যে শাহ মিজান শাফিউর রহমান রংপুর রেঞ্জে, মিরাজ উদ্দিন আহম্মেদ ও মো. ইলিয়াছ শরীফ সিলেট রেঞ্জে, মো. জাকির হোসেন খান ও মো. শাহ আবিদ হোসেন চট্টগ্রাম রেঞ্জে, সৈয়দ নূরুল ইসলাম রংপুর রেঞ্জে, জিহাদুল কবির চট্টগ্রাম রেঞ্জে, মো. মনিরুজ্জামান সিলেট রেঞ্জে, মো. মাহবুবুর রহমান খুলনা রেঞ্জে এবং মঈনুল হক ও এস এম মোস্তাক আহমেদ খান রাজশাহী পুলিশ একাডেমিতে সংযুক্ত হয়েছেন।
ভোরের আকাশ/এসএইচ