ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫ ০৩:৫২ পিএম
জাতীয় ঐক্য প্রতিষ্ঠা কমিশনের একার দায়িত্ব নয়: আলী রীয়াজ
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দায়িত্ব কেবল ঐকমত্য কমিশনের একার নয় জানিয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, এ কাজে রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকেও এগিয়ে আসতে হবে।
রোববার (১৮ মে) জাতীয় সংসদের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ড. রীয়াজ বলেন, জাতীয় ঐক্য গঠনের দায়িত্ব শুধু আমাদের নয়। রাজনৈতিক দলগুলো এবং সমাজের সচেতন অংশকেও কার্যকর ভূমিকা নিতে হবে।
তিনি বলেন, অনেক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, হচ্ছে এবং অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে। আবার কোনো কোনো বিষয়ে দ্বিমত রয়ে গেছে। ক্ষেত্রবিশেষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নীতিনির্ধারক পর্যায়ে কিছু কিছু বিষয়ে পুনর্বিবেচনা করতে বলা হয়েছে এবং যেগুলো পুনরায় আলোচনার সুযোগ আছে।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের রাজনৈতিক আলোচনায় যারা প্রতিনিধিত্ব করেন, বিভিন্নভাবে তাদের নীতিনির্ধারকদের কাছে ফিরে যেতে হয়। কারণ, আলোচনার টেবিলে অনেক কিছুই উপস্থিত হয় যা পুনর্বিবেচনা দাবি করে। সেটিই আমরা অব্যাহত রাখছি।
আজকের বৈঠকে জামায়াতের ১১ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত রয়েছেন।
এর আগে, জামায়াতের সঙ্গে প্রথম দফায় ২৬ এপ্রিল বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। তবে ওই বৈঠকে সকল সুপারিশ নিয়ে দলটির সঙ্গে আলোচনা শেষ হয়নি বলে জানায় কমিশন।
ভোরের আকাশ/এসএইচ