× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় জামায়াতের বিশাল সমাবেশের প্রস্তুতি, ১০ হাজার বাস রিজার্ভ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ১০:২৬ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো বড় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  আগামী ১৯ জুলাই এ সমাবেশের ডাক দিয়েছে দলটি।  ইতোমধ্যে জোরেশোরে চালানো হচ্ছে প্রচার।  রাজধানীসহ সারাদেশের মহানগর, জেলা-উপজেলা, এমনকি পাড়া-মহল্লাতেও চলছে প্রচার-প্রচারণা।  এই সমাবেশে কমপক্ষে ১০ লাখ লোক সমাগমের আশা করছে দলটি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, সমাবেশ সফল করতে এরই মধ্যে লঞ্চ ও ট্রেন বাদ দিয়ে শুধু ১০ হাজার বাস ভাড়া করা হয়েছে।  তিনি আশা করছেন— ১০ লক্ষাধিক নেতাকর্মীর সমাগম ঘটবে এবং এর জন্য শুধু ছয় হাজার স্বেচ্ছাসেবক সার্বিক শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে।

জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের সার্বিক সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টা থেকে সোয়া ঘণ্টাব্যাপী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।  অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, আমরা কয়েকদিন আগেও ডিএমপিতে এসেছিলাম।  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশের আয়োজন করেছে জামায়াতে ইসলামী।  এই সমাবেশ সফল, সুন্দর ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে আমরা পুলিশের কাছে সহযোগিতা ও পরামর্শ চেয়েছি।  তখন ডিএমপির পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছিল।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাভিত্তিক সমাবেশ করতে চাই।  পুলিশের সঙ্গে আমাদের এ বিষয়ে গভীর সমন্বয় হয়েছে।  এমনকি সমাবেশ বাস্তবায়ন কমিটির সব গুরুত্বপূর্ণ ব্যক্তির মোবাইল নম্বরও ডিএমপিকে সরবরাহ করা হয়েছে।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, এটি হবে আমাদের দলের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ।  ইতোমধ্যে দেশজুড়ে প্রচণ্ড সাড়া পাচ্ছি।  লাখো নেতাকর্মী অংশ নেবেন বলে আশা করছি।  ১০ হাজার বাস ছাড়াও ট্রেন ও লঞ্চে নেতাকর্মীরা ঢাকায় পৌঁছাবেন।  আমরা শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও শক্তিশালী এক সমাবেশ উপহার দিতে প্রস্তুত।

ডিএমপির সঙ্গে বৈঠকে অংশ নেওয়া ৭ সদস্যের প্রতিনিধি দলে অন্যরা হলেন- কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।

ডিএমপির পক্ষ থেকে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশন) নজরুল ইসলাম।  এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন- যুগ্ম কমিশনার (অপারেশ) মো. শহীদুল্লাহ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) গৌতম কুমার বিশ্বাস, রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভোরের আকাশ/জাআ

  • শেয়ার করুন-
সোহ্‌রাওয়ার্দী উদ্যানে নির্বাচনী শোডাউন করতে চায় জামায়াত

সোহ্‌রাওয়ার্দী উদ্যানে নির্বাচনী শোডাউন করতে চায় জামায়াত

দিবস নিয়ে টানাপোড়েন

দিবস নিয়ে টানাপোড়েন

সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ঢল

সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ঢল

নতুন বাংলাদেশ দিবস ৫ আগস্টেই হওয়া উচিত: জামায়াত আমির

নতুন বাংলাদেশ দিবস ৫ আগস্টেই হওয়া উচিত: জামায়াত আমির

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত

 ইরানে গুপ্তচরবৃত্তির শাস্তি বাড়িয়ে নতুন আইন পাস

ইরানে গুপ্তচরবৃত্তির শাস্তি বাড়িয়ে নতুন আইন পাস

 লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত অন্তত ১২

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত অন্তত ১২

 প্রতিদিন কোরআন তিলাওয়াতের অভ্যাসের অসাধারণ উপকারিতা

প্রতিদিন কোরআন তিলাওয়াতের অভ্যাসের অসাধারণ উপকারিতা

 ‘বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়কত্ব নিয়ে আমি প্রস্তুত’ — তাইজুল ইসলাম

‘বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়কত্ব নিয়ে আমি প্রস্তুত’ — তাইজুল ইসলাম

 ‘সাকিব খেললে দলের চেহারা বদলে যাবে’

‘সাকিব খেললে দলের চেহারা বদলে যাবে’

সংশ্লিষ্ট

মৌলিক সংস্কারে বাধা দিচ্ছে বিএনপি: এনসিপির অভিযোগ

মৌলিক সংস্কারে বাধা দিচ্ছে বিএনপি: এনসিপির অভিযোগ

ঢাকায় জামায়াতের বিশাল সমাবেশের প্রস্তুতি, ১০ হাজার বাস রিজার্ভ

ঢাকায় জামায়াতের বিশাল সমাবেশের প্রস্তুতি, ১০ হাজার বাস রিজার্ভ

কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি: সালাহউদ্দিন

কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি: সালাহউদ্দিন

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ