নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫ ১১:২০ পিএম
গুলিস্তানে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক
রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলের চেষ্টা করায় দলটির ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (১৮ মে) সন্ধ্যায় গুলিস্তানের ২৩ শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ (সাবেক বঙ্গবন্ধু অ্যাভিনিউ) এলাকায় এই ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উইংয়ের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, “রাজধানীর গুলিস্তান এলাকায় মিছিল করার সময় আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
তবে ঠিক কী কারণে তারা মিছিল করছিলেন কিংবা তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আটকের পর এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
ভোরের আকাশ//হ.র