ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ০৪:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
‘জুলাই সনদ’ স্বাক্ষরের দিনেও ‘জুলাই যোদ্ধারা’ রাজপথে নামতে বাধ্য হয়েছেন। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আজ তাদের রাস্তায় নামতে হয়েছে; এটি লজ্জার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে মিরপুর ঢাকা-১৫ আসনের উদ্যোগে শ্রমিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, অনেকের দাবি মেনে নেওয়া হচ্ছে অথচ জুলাই যোদ্ধারা বঞ্চিত হচ্ছে। আগেও দুর্নীতি হয়েছে, এখনও বিপুল পরিমাণে দুর্নীতি হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে এতো জুলুমের শিকার হতে হয়নি। জুলাই আন্দোলনের পর জামায়াতে ইসলামী এখন পর্যন্ত কারো বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না।ন্যায্য দাবি আদায় শ্রমিকদের রাস্তায় নেমে আর মার খেতে হবে না।
ভোরের আকাশ/মো.আ.