রাজনৈতিক কারণে সাম্যকে হত্যা, বললেন রিজভী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্য হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, শাহবাগে জাতীয় সংগীত বন্দের আন্দোলনের বিরুদ্ধে সাম্য একটি ফেসবুক পোস্ট দিয়েছিলো। এটাই কী তাকে হত্যার কারণ? বিগত ১৬ বছর ছাত্রলীগের নিপীড়ন-নির্যাতন দেখেছি। এখন তো তারা নেই। তাহলে এখনও কেন ক্যাম্পাসে ছাত্রদের রক্ত ঝরছে? পুলিশকে গুরুত্বের সাথে বিষয়টিকে খতিয়ে দেখতে হবে।
এ সময় কোনও বিশেষ রাজনৈতিক দল বা আদর্শের মানুষকে বিশেষ সুবিধা দিলে তার পরিণতি ভালো হবে না বলেও অন্তর্বর্তী সরকারকে হুশিয়ারি দেন তিনি।
এর আগে, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে খুন হন সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলো শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায়।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এখন আনুপাতিক ভোটের (পিআর পদ্ধতি) কথা বলা হচ্ছে। এটা কেন, এটা কিসের জন্য? এটা হলে তো এলাকায় এলাকায় আর কেউ নেতা হতে পারবে না।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, একজন মানুষ দীর্ঘদিন এলাকায় মানুষের পাশে থেকে কাজ করতে করতে নেতা হন। অথচ আনুপাতিক ভোটে তাকে নয়, দলকে ভোট দিতে হবে। এরপর দল থেকে বাছাই করে এমপি ঘোষণা করা হবে। তাহলে তো আরও বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না, স্থানীয় পর্যায়ে আর কেউ নিজেকে গড়ে তুলতে পারবে না।গণতন্ত্রের পক্ষের শক্তিকে সজাগ থাকতে হবে জানিয়ে তিনি আরও বলেন, আমাদের দ্বারা যেন কোনো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। চাঁদাবাজি, দখলবাজির সঙ্গে বিএনপির কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জড়ানো চলবে না। মানুষ যেন বিএনপির কাছ থেকে ন্যায়বিচার পায়, তারা যেন কোনো বিষয়ে ব্যথিত না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।দেশের তরুণরা ১৬ বছর ধরে শান্তিতে ঘুমাতে পারেনি উল্লেখ করে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, কখন কাকে ধরে নিয়ে যাবে, আর কার রক্তাক্ত লাশ তিস্তা, গঙ্গা কিংবা শীতলক্ষ্যা নদীর পাড়ে পাওয়া যাবে, এটাই ছিল নিত্যদিনের চিত্র। এই ভয়াবহ সময় পার করতে হয়েছে আমাদের। তিনি বলেন, শেখ হাসিনার দমন-পীড়নের হাত থেকে কেউ রেহাই পায়নি। সেই রক্তপিপাসুরা যাতে আবার ফিরে না আসতে পারে, তার জন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য প্রয়োজন।বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গণতন্ত্র মানে হচ্ছে একে-অপরের বিরুদ্ধে মুক্তভাবে মতপ্রকাশ ও সমালোচনার সুযোগ থাকবে। কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমরা সবাই এক হতে পারি। গত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর অকল্পনীয় দমন-পীড়ন চালিয়েও দলের মধ্যে বিভাজন সৃষ্টি করা যায়নি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও ‘বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন, রংপুর (ড্যাব)।ড্যাবের রংপুর মহানগরের আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, ড্যাবের রংপুর জেলা আহ্বায়ক ডা. খালেকুজ্জামান বাদল, রংপুর মেডিকেল কলেজ শাখা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদুল হক সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শরীফুল ইসলাম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রস্তাবিত ‘টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি-২০২৫’ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে তাড়াহুড়ো করে এমন গুরুত্বপূর্ণ নীতিমালা প্রণয়ন করা উচিত নয়।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘একতরফাভাবে এমন নীতিমালা তৈরি হলে তা দেশের টেলিকম খাতের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে, নীতিমালায় নতুন প্রযুক্তির বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা নেই। এতে বড় কোম্পানিগুলো সুযোগ নেবে, আর ছোট কোম্পানিগুলো টিকে থাকতে পারবে না।’তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার এ ধরনের নীতিমালা চাপিয়ে দিতে চাইছে। অথচ এতে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়নি।’ভোরের আকাশ/জাআ
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন বলে জানা গেছে।এর আগে, সোমবার (৩০ জুন) দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন।ভোরের আকাশ/এসএইচ
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাতে রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এই বিস্ফোরণ ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। তিনি জানান, “ঢাকা মহানগর দক্ষিণ শাখার জুলাই মাসের পদযাত্রার চিত্র প্রদর্শনী বহনকারী গাড়িতে ককটেল হামলা চালানো হয়েছে, এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।”ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে বিক্ষোভে ফেটে পড়ে এনসিপির নেতাকর্মীরা। তারা দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।নেতাকর্মীরা অভিযোগ করেন, এটি পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলা এবং এর মাধ্যমে দলীয় কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা চলছে।উল্লেখ্য, এর আগে ২৩ জুন রাত সাড়ে ১০টার দিকে একই এলাকায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় দলীয় নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হয়, যাতে চারজন আহত হন।আহতরা হলেন—এনসিপি শ্রমিক উইংয়ের শফিকুল ইসলামযুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রবহাজারীবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সুমন হোসেনঢাকা মহানগর এনসিপির সদস্য আসিফ উদ্দিন সম্রাট।পুনরায় একই জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, একের পর এক হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দলটির নেতারা দাবি করেছেন, এ ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে হবে।ভোরের আকাশ//হ.র