নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৫ ০১:৪৩ পিএম
জার্মান রাষ্ট্রদূতের সম্মানে ড. মঈন খানের বিদায়ী সংবর্ধনা
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের সম্মানে বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বুধবার (১৪ মে) রাতে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক নৈশভোজে রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারকে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১২টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা।
আয়োজনে অতিথিদের স্বাগত জানান ড. মঈন খানের স্ত্রী মিসেস আব্দুল মঈন খান এবং অ্যাডভোকেট খন্দকার রোখসানা।
বিএনপি সূত্র জানিয়েছে, নৈশভোজে অংশগ্রহণকারী কূটনীতিকদের সঙ্গে দেশের সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
ভোরের আকাশ//হ.র